মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
Homeপশ্চিমবঙ্গTeachers: ডাক্তারদের মতো শিক্ষকদেরও গ্রামে যাওয়া বাধ্যতামূলক করতে চায় পশ্চিমবঙ্গ সরকার

Teachers: ডাক্তারদের মতো শিক্ষকদেরও গ্রামে যাওয়া বাধ্যতামূলক করতে চায় পশ্চিমবঙ্গ সরকার

- Advertisement -

কলকাতা – শিক্ষকদের (Teachers) ‘মন পেতে’ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি সহজ করতে চেয়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। কিন্তু স্কুল শিক্ষকদের একাংশের মধ্যে গ্রামের স্কুল ছাড়ার হিড়িক পড়ে যায়। পরিস্থিতি এমন হয় যে গ্রামের স্কুলে শিক্ষকই পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ডাক্তারদের মতো করেই এবার শিক্ষকদেরও (Teachers) প্রত্যন্ত গ্রামে পাঠানো বাধ্যতামূলক করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। ডাক্তারি পাশের পরে যেমন গ্রামের দিকে গিয়ে রোগী দেখা বাধ্যতামূলক, তেমনই স্কুল শিক্ষকদের জন্যও একই রকম নিয়ম আনার কথা ভাবছে রাজ্য।

তবে বিষয়টি এখনও ভাবনার পর্যায়েই রয়েছে। এখনও পর্যন্ত এবিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কথায়, ‘‘অনেকেই গ্রামে শিক্ষকতা করতে অনীহা প্রকাশ করছেন। সম্প্রতি উচ্চ প্রাথমিকে যে কাউন্সেলিং চলছে, সেখানেও গ্রামে শিক্ষকতা করা নিয়ে বেশ কয়েকজনের এমন মনোভাবের কথা জানতে পেরেছি।’’

সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) দাবি করেন, বাস্তব প্রয়োজনের কথা মাথায় রেখে এই সংক্রান্ত নীতি তৈরি করতে চাইছে রাজ্য শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রীর কথা মতো শেষমেশ নীতি চূড়ান্ত হলে, চাকরিজীবনের শুরুতে অন্তত কিছু দিন গ্রামে গিয়ে পড়াতে হবে শিক্ষকদের।

এবিষয়ে কোনও সন্দেহ নেই যে গ্রামে এখনও সরকারি স্কুলের উপরে নির্ভরতা শহরের তুলনায় অনেক বেশি। গ্রামীন এলাকায় বহু ক্ষেত্রে এটাও দেখা যায়, গ্রামে পড়ুয়াদের সংখ্যার তুলনায় শিক্ষকের সংখ্যা নগণ্য। শিক্ষক মহলেরই একাংশের মতে, সম্প্রতি গ্রাম ও শহরের মধ্যে সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যায় এই ভারসাম্যের অভাব বহু গুণ বেড়ে গিয়েছে।

কারণ, উৎসশ্রী পোর্টাল মারফত বহু শিক্ষক গ্রাম থেকে শহরে বদলি নিয়ে চলে এসেছেন। বদলির আর্জির ঠ্যালায় শেষ পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ করে দিতে বাধ্য হয় রাজ্য সরকার। আজ দীর্ঘদিন ওই পোর্টাল বন্ধ। এবার সেই সমস্যারই সমাধান খুঁজতে গিয়ে ডাক্তারদের মতো শিক্ষকদেরও বাধ্যতামূলকভাবে গ্রামে পাঠানোর বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে তৃণমূল সরকার।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর