Homeপশ্চিমবঙ্গCoochbehar Kolkata Flight: পিছিয়ে গেল কোচবিহার - কলকাতা বিমান পরিষেবার উদ্বোধন, কিন্তু...

Coochbehar Kolkata Flight: পিছিয়ে গেল কোচবিহার – কলকাতা বিমান পরিষেবার উদ্বোধন, কিন্তু কেন?

- Advertisement -

কোচবিহার – পরিকাঠামোগত সমস্যার কারণে প্রায় একসপ্তাহ পিছিয়ে গেল কোচবিহার – কলকাতা বিমান পরিষেবার উদ্বোধন। আগামী ১৫ ফেব্রুয়ারি এই বিমান পরিষেবা চালু হবে বলে ঠিক ছিল। কিন্তু পরিকাঠামোগত সমস্যা দেখা দিয়েছে সেখানে। তাই অবশেষে পিছিয়ে গেল উদ্বোধনের দিনক্ষণ। ফলে এখনই ফ্লাইং মুডে যেতে পারছে না এখান থেকে বিমান। তবে এই সমস্যা যদি কাটিয়ে ওঠা যায় তাহলে আগামী ২১ ফেব্রুয়ারি এখান থেকে উড়ান যাতায়াত শুরু করবে কলকাতা–কোচবিহার।

এই কোচবিহার–কলকাতা বিমান পরিষেবা চালুর কথা জানিয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এই কম সময়ের রুটে যাতায়াতের জন্য ৯৯৯ টাকা ভাড়া ঠিক করা হয়। যা মধ্যবিত্তের নাগালের মধ্যে। তখনই ঠিক করা হয় কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা চালু ১৫ ফেব্রুয়ারি। এই কথা ৩ ফেব্রুয়ারি কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করে বলেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, ‘‌মোদী সরকারের উড়ান স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা।’‌ কিন্তু সেখানে উদ্বোধনের আগেই ছন্দপতন দেখা গেল।

এদিকে আহমেদাবাদের বিমান সংস্থা সূত্রে খবর, এখানের পরিকাঠামো সম্পূর্ণ হয়নি। তাই উড়ান পরিষেবার দিন পিছিয়ে দিতে হচ্ছে। মোটামুটি ঠিক করা হয়েছে, ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি উড়ানের ট্রায়ার রান হতে পারে।তারপর ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন শুরু হবে কোচবিহার–কলকাতা বিমান পরিষেবা। কোচবিহার বিমানবন্দরের অফিসার মনোজ সরকার, ‘‌‘পরিকাঠামোগত সমস্যা ছিল। তবে দ্রুত সেটা শেষ করে ২১ তারিখ পরিষেবা চালু করা হবে।’‌’

অন্যদিকে, বিমান সংস্থার সিইও অরুণ কুমার সিং জানান, এই পরিষেবা চালুর ক্ষেত্রে রাজ্য সরকার সব সহযোগিতা করছে। নবান্নে গিয়ে তিনি সংশ্লিষ্ট দফতরে কথাও বলেছেন। জানা গিয়েছে, রোজ দুপুর ১২টা ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে পৌঁছবে বিমানটি। ১২টা ৩০ মিনিটে ছাড়বে কোচবিহার থেকে। বাংলাদেশের উপর দিয়ে কলকাতা পৌঁছবে। মোট ৯ জন যাত্রী একসঙ্গে এই বিমানে সফর করতে পারবেন। প্রায় ২ ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছবে বিমান। ভূবনেশ্বর–জামশেদপুর থেকে কলকাতা হয়ে কোচবিহার যাবে এই বিমান।

 

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -