Homeপশ্চিমবঙ্গKolkata News: মন্দিরে পুজো দিতে গিয়ে ডাম্পারে পিষ্ট হয়ে মহিলার মৃত্যু কলকাতায়

Kolkata News: মন্দিরে পুজো দিতে গিয়ে ডাম্পারে পিষ্ট হয়ে মহিলার মৃত্যু কলকাতায়

- Advertisement -

কলকাতা: মন্দিরে পুজো দিতে গিয়ে ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার ডি এল খান রোডে। ডাম্পারটি ছিল কলকাতা পুরনিগমের। তারই চাকায় ওই মহিলা পিষ্ট হয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মৃতার নাম মায়া রায়। বয়স ৬১। বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। প্রতি শনিবার করেই রাস্তার শেষ প্রান্তে থাকা একটি মন্দিরে পুজো দিতে যেতেন তিনি। এদিনও সকালবেলা পুজো দিতেই যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। মায়া দেবীর স্বামী কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মচারী বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, কলকাতা পুরসভার ডাম্পারটি ধনধান্য সেতুর দিক থেকে রেসকোর্সের দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। দ্রুতগতিতে আসা গাড়িটির সামনে পড়ে যান ওই মহিলা। ডাম্পারটি বেশ খানিকটা রাস্তা হিঁচড়ে নিয়ে যাওয়ার পর ওই মহিলার মাথার ওপর দিয়ে চলে যায় বলে অভিযোগ।

স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘দিনের পর দিন ঝুঁকি নিয়ে চলতে হয় আমাদের। এখানে কোনও বাস ঢুকতে দেওয়া হয় না। বড় বড় ডাম্পার যাওয়া-আসা করে। আমাদের কোনও নিরাপত্তা নেই। কোনও নিয়ম নেই। সিগন্যাল মানে না কোনও গাড়ি।’’

স্থানীয়দের দাবি, ডাম্পারটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। প্রায় ১০০ মিটার পর্যন্ত এই মহিলাকে হিঁচড়ে নিয়ে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু ওই মহিলার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পথ অবরোধ করে চলে বিক্ষোভ। শেষে কলকাতার ডিজি সাউথ আকাশ মাঘারিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেন।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -