Homeখবর‘জওয়ান’ মুক্তির আগে কেন মেয়েকে নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান

‘জওয়ান’ মুক্তির আগে কেন মেয়েকে নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান

- Advertisement -

নয়াদিল্লি – সানি দেওলের ‘গদর -২’ এরপর শাহরুখের ‘জওয়ান’! মুক্তির বাকি মাত্র ১ দিন। এরইমধ্যে অগ্রিম বুকিংয়ের দিকে ঝড় তুলেছে শাহরুখের নতুন এই ছবি। ‘পাঠান’ মুক্তির ৯ মাসের মাথায় ফের বড় পর্দায় বাদশা। কিন্তু ঠিক তার আগে আচমকায় মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ। সঙ্গে নিয়েছেন মেয়ে সুহানাকে। আর শাহরুখের এই দেবভক্তি দেখেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন – ব্যাপার কী? শাহরুখ খানের হলটা কী?

আসলে, দিন কয়েক আগেই জম্মু উড়ে গিয়েছিলেন তিনি। পুজো দেন বৈষ্ণোদেবীর মন্দিরে। মঙ্গলবার একেবারে কাকভোরে মেয়ে সুহানা খানকে নিয়ে তিরুপতি মন্দিরে পৌঁছোন অভিনেতা। রীতিমতো এক্কেবারে দক্ষিণ ভারতীয়দের কায়দায় ধুতি ও মুণ্ড পরে পুজো দিলেন অভিনেতা। সঙ্গে দক্ষিণী কুর্তা ও উত্তরীয়।

যদিও মেয়ে সুহানার পরনে ছিল সাদা সালোয়ার। সোমবার রাতে যখন বৈষ্ণোদেবীর মন্দিরে যান সেই সময় মুখ ঢাকা ছিল শাহরুখের। অন্য দিকে, মঙ্গলবার অবশ্য একেবারে অন্য অবতারে বাদশা। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু, জোড় হাতে জানালেন কৃতজ্ঞতা।

এদিন প্রায় ৪০ মিনিট কাটালেন মন্দিরের ভিতরে। অভিনেতার এই ঘন ঘন মন্দির দর্শন অনেকে অবশ্য ছবির প্রচারের অঙ্গ হিসাবেই দেখছেন। তবে দর্শকের একাংশের প্রশ্ন অ-হিন্দু হয়ে তিরুপতি দর্শন করলেন কী ভাবে? আর কেনই বা তিনি একের পর এক মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন?

এমন প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধাভক্ত নেটদুনিয়া। কেউ যেমন প্রশ্ন তুলছেন, ‘‘অহিন্দুদের প্রবেশের অধিকার আছে এই মন্দিরে?’’ আবার কারও মতে, ‘‘কোনও বিদ্বেষমূলক মন্তব্য নয়, জানতে চাইছি মুসলিম হয়ে কি এই মন্দিরে পুজো দেওয়া যায়? এক সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি।’’ অন্য আর এক জন এমন মন্তব্যও করেন, ‘‘শাহরুখ খুব বুদ্ধিমান। সনাতন ধর্মের সম্মান করতে পারেন।’’

তবে বলিউড সম্পর্কে গভীর খোঁজ-খবর রাখেন এমন লোকেদের মতে, আসলে পুরোটাই মার্কেটিং স্টান্ট। কেননা, এরইমধ্যে সানি দেওলের ‘গদর-২’ বক্স অফিসে রেকর্ড আয় করেছে। শাহরুখ খানের মতো অভিনেতারও অনেক ছবির আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। এই পরিস্থিতিতে ‘জওয়ান’ মুক্তির আগে খানিকটা চাপে রয়েছেন ‘বলিউডের বাদশা’।

‘গদর -২’ যে রেকর্ড আয় করেছে তার পিছনে অনেকেই উগ্র জাতীয়তাবাদের সুরসুরিকে মূল রসায়ন বলে মনে করেছেন। এবং তাঁদের অনেকের মতে, হিন্দুত্ব আর উগ্র জাতীয়তাবাদের এখন ভারতে ঢল চলছে। এই ঢল যেদিকে যাবে সেদিকেই বড় কিছু ঘটবে। আর এই ঢলকেই তাঁর নতুন ছবির ব্যবসার কাজে লাগাতে চাইছেন শাহরুখ খান।

মোদ্দাকথায়, মন্দিরের দেবদেবীদের প্রতি আধ্যাত্মিক টান নয়, কিংবা সনাতন ধর্মের সম্মান-অসম্মানের ব্যাপারও নয়, বিশ্লেষকদের মতে আসলে এ হল রণকৌশল। মসজিদে গেলে নিশ্চয় শাহরুখ মিডিয়ার নজর ততটা টানতে পারতেন না যতটা তিনি মন্দিরে গিয়ে টানতে পেরেছেন। আর মিডিয়ায়র চর্চা মানেই পাবলিকের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। নিজেদের আখের গোছাতে সেটাই খুব চতুর ভাবে করে চলেছেন শাহরুখ খানের মতো অভিনেতারা।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -