মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeপশ্চিমবঙ্গশনির রাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া সেতু, হবে স্বাস্থ্য পরীক্ষা, বিকল্প...

শনির রাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া সেতু, হবে স্বাস্থ্য পরীক্ষা, বিকল্প পথ জানাল পুলিশ

- Advertisement -

কলকাতা – শনিবার রাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া সেতু। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাতে পাঁচ ঘণ্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এনিয়ে শুক্রবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে হাওড়া সেতুতে। এই স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারেরা। ওই পাঁচ ঘণ্টা কোন পথে যাতায়াত করা যাবে, তা-ও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ।

পুলিশ জানিয়েছে, হাওড়া থেকে কলকাতাগামী সব ধরনের যান ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যেতে পারবে। আবার দক্ষিণ হাওড়া, পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে পার করানো হবে।

উল্লেখ্য, গঙ্গার উপর হাওড়া ব্রিজ লোহার কাঠামো ও স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। ফলে সেগুলি কেমন অবস্থায় রয়েছে সেগুলি খতিয়ে দেখবে পোর্ট কর্তৃপক্ষ। আর সেই কারণেই এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা। এই হাওড়া ব্রিজের মূল নাম হয়েছিল নিউ হাওড়া ব্রিজ। এটি কমিশনড হয়েছিল ১৯৪৩ সালে। হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করতে এই ব্রিজ তৈরি হয়।

উইকিপিডিয়ার তথ্য বলছে, ১৮৬২ সালে, তৎকালীন বাংলায় থাকা সরকার, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির প্রধান প্রকৌশলী জর্জ টার্নবুলকে হুগলি নদীর সেতু নির্মাণের সম্ভাব্যতা অধ্যয়ন করতে বলে। তিনি তখন সম্প্রতি হাওড়ায় কোম্পানির রেল টার্মিনাস প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ১৯ মার্চ, বড় আকারের অঙ্কন এবং অনুমান সহ রিপোর্ট করেন। তারপর বহু ধাপ ও অধ্যায় পার করে হাওড়া ব্রিজের নির্মাণ শুরু হয়। এই ব্রিজ নির্মাণে লেগে ছিল ২৬,৫০০ টন স্টিল। সেই স্টিল সরবরাহ করে টাটা স্টিল। 

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর