HomeখবরTurkey: তুরস্কে শেষ হল উদ্ধারকাজ, ভূমিকম্পে মৃতর সংখ্যা বেড়ে হল ৪৬ হাজার

Turkey: তুরস্কে শেষ হল উদ্ধারকাজ, ভূমিকম্পে মৃতর সংখ্যা বেড়ে হল ৪৬ হাজার

- Advertisement -

তুরস্ক: শেষ পর্যন্ত তুরস্ক এবং সিরিয়ার ত্রাণ অভিযানের ইতি হল। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তুরস্ক (Turkey) ও সিরিয়ার (Syria) ভূমিকম্পে মোট ৪৬ হাজার মানুষ মারা গিয়েছেন। তবে ধ্বংসস্তুপ পরিস্কার করার সময় আরও কিছু মৃতদেহ উদ্ধার হলেও হতে পারে বলে মনে করছে তুরস্ক সরকার। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। এটি এতটাই শক্তিশালী ছিল যে তা প্রতিবেশী দেশ সিরিয়াকেও নাড়া দিয়েছিল। এরপর দুই দেশে যে ধ্বংসযজ্ঞ ঘটে। যার ছবি সারা বিশ্বকে চমকে দেয়। এই প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসের ছবি নিশ্চয় বহুদিন মানুষের চোখের সামনে ভাসবে।

কোথায় কতজন মারা গিয়েছেন

১২ দিন আগের ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ হাজার মানুষ মারা গেছে। এতে তুরস্কে প্রাণ হারানো মানুষের সংখ্যা ৪০,৪০২ জন, প্রতিবেশী সিরিয়ায় ৫,৮০০ জনের বেশি মানুষ মারা গেছে। প্রায় ২৯৬ ঘণ্টার ত্রাণ ও উদ্ধারকাজের পর এখন আর বেঁচে থাকার আশা নেই। এই অবস্থায় আজ (রবিবার) রাত থেকে উদ্ধার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। 

উদ্ধার তৎপরতা বন্ধ করে দ্রুত ধ্বংসাবশেষ পরিষ্কার করা হবে। আশংকা করা হচ্ছে এর পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের লাশ সামনে আসতে পারে, যার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে। তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে উভয় দেশেই প্রায় ৩ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অর্থাৎ শহরগুলোর শহর ধ্বংস হয়ে গেছে। 

কবরস্থানে হাজার হাজার নতুন কবর 

দক্ষিণ তুরস্কের শহর কাহরামানমারাস ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একটি কবরস্থানে হাজার হাজার নতুন কবর বেড়েছে। অন্যদিকে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, ভূমিকম্প কবলিত এলাকায় অন্ত্র ও শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়েছে। 

ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা 

ভূমিকম্পে ধসে পড়া ভবনের ডেভেলপারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু করেছে তুরস্কে এরদোয়ান সরকার। তুরস্ক কর্তৃপক্ষ ভবন ধসের জন্য দায়ী যে কাউকে তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ডেভেলপার-সহ ১০০ জনেরও বেশি সন্দেহভাজনকে আটকের নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের কান্ড

হিন্দিতে একটি কথা আছে- ‘ঘর মে নাহি দানা, আম্মা চলি ভুনানে’। আজকাল এই কথাটি প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে মানানসই। যে দেশ নিজেই গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে, তারাই কি না চেয়েছিল তুরস্ককে সাহায্য করে মন জয় করতে। কিন্তু পাকিস্তানের সাহায্যের ডালি যখন তুরস্ক সরকার খুলল তাতে দেখা গেল, পাকিস্তানে বন্যাত্রাণের জন্য পাঠানো মালই ঘুরিয়ে তুরস্ককে পাঠিয়ে বসে আছে পাকিস্তান।

ভারতীয় উদ্ধারকারী দলকে চোখের জলে বিদায় 

তুরস্ক ভূমি কেঁপে ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই সে দেশে গিয়ে ত্রাণকাজে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় সেনা ও এনডিআরএফের জওয়ান, ডাক্তাররা। তারপর সেখানে সেনা হাসপাতাল খোলা থেকে শুরু করে পীড়িতদের চিকিৎসা, ওষুধপত্র, খাবার, জল, এমনকী শীতের গরম কাপড় দিয়ে তুরস্কের সাধারণ মানুষের মনজয় করে নিয়েছিল ভারত। সেই সব মুহূর্তের বেশ কয়েকটি ছবিও সোশাল মিডিয়ায়া ভাইরাল হয়েছিল।

কিন্তু কে জানত, আরও একটি ছবি বা ভিডিও হওয়া তখনও বাকি রয়েছে। আর সেই ছবিটি হল, যখন ভারতীয় উদ্ধারকারীরা তুরস্ক ছেড়ে ভারতের উদ্দেশে রওনা দিচ্ছেন। তুরস্কের সরকারি কর্মী থেকে সাধারণ মানুষ শুধু ভারতীয় উদ্ধারকারীদের হাততালি দিয়েই এয়ারপোর্টে ধন্যবাদ জানাননি, এমনকী সবার চোখ ছলছল করতেও দেখা গেছে।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -