কলকাতা – ‘সত্যিকথা’ বলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল। অভিযোগ, বাঁকুড়ার তালড্যাংরায় নির্বাচনী প্রচারে গিয়ে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি। ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ মন্তব্য করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। তাঁর বিরুদ্ধে এবং তাঁর দলের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি করেছে তৃণমূল।
যদিও তৃণমূলের কমিশনে নালিশ প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূল শুভেন্দু আতঙ্কে ভুগছে। জলেও শুভেন্দুকে দেখছে, আয়নার সামনে দাঁড়ালেও শুভেন্দুকে দেখছে। উনি বাংলাদেশ নিয়ে যা বলেছেন, তা আমাদের দলের স্ট্যান্ড। এটাই বাস্তব সত্যি। আমরা এই ধরনের কথা আরও বলব। মনে রাখতে হবে, বাংলাদেশে যাঁরা আক্রান্ত, তাঁরা স্বাধীন ভারতের জন্য লড়াই করেছিলেন। পাকিস্তানের জন্য নয়। ওঁরা আমাদের ভাই, আমাদের রক্ত।’’
উল্লেখ্য, গত ৯ নভেম্বর তালড্যাংরায় ভোটের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। সেখানকার সভা থেকে তাঁর কিছু মন্তব্যে আপত্তি তুলেছে তৃণমূল। ওই মন্তব্যগুলির ভিত্তিতেই কমিশনে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ, প্রতিবেশী বাংলাদেশের দৃষ্টান্ত দিয়ে ভিত্তিহীন প্রচার করেছেন শুভেন্দু। ভোটারদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে। যা ভারতের গণতন্ত্রের পক্ষেও বিপজ্জনক। এমনকি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকেও আক্রমণ করেছেন শুভেন্দু, দাবি শাসকদলের।
কমিশনে লেখা চিঠিতে তৃণমূল বলেছে, ‘‘তালড্যাংরায় সভা করতে গিয়ে শুভেন্দু গত ৯ নভেম্বর কিছু হিংসাত্মক এবং সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। প্ররোচনামূলক মন্তব্যের মাধ্যমে তিনি আমাদের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে আক্রমণ করেছেন। পড়শি বাংলাদেশের বিরুদ্ধেও কথা বলেছেন।’’
তালড্যাংরার সভায় গিয়ে কী বলেছিলেন শুভেন্দু? তৃণমূলের চিঠিতে উল্লেখ করা হয়েছে সেই ‘আপত্তিকর’ মন্তব্য— ‘‘বাংলাদেশের ছবিগুলি দেখেছেন তো? ৫১৬টি মন্দির ওরা ভেঙেছে। বাংলাদেশের হিন্দুদের এবং জনজাতির উপরে কী অত্যাচার করেছে! এরা পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চায়।’’ বিরোধী দলনেতার এই মন্তব্যের ভিত্তিতেই কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, ‘‘ভারতীয় গণতন্ত্রে এই ধরনের কথাবার্তা অগ্রহণযোগ্য, ভিত্তিহীন এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক। এখানে ধর্মকে হাতিয়ার হিসাবে কাজে লাগানো হচ্ছে। প্রতিবেশী দেশকে এর সঙ্গে যুক্ত করে শান্তিপূর্ণ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হচ্ছে।’’ বাংলাদেশের প্রসঙ্গ টানা অনৈতিক বলেও উল্লেখ করেছে তৃণমূল।
আগামী ১৩ নভেম্বর তালড্যাংরা-সহ রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন দল শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে। তালড্যাংরা ছাড়াও ভোট হবে উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্রে। ভোটের ফলাফল জানা যাবে আগামী ২৩ নভেম্বর।