Saturday, November 9, 2024
Saturday, November 9, 2024
Homeনর্থ-ইস্টManik Saha: ত্রিপুরায় ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে মানিক সাহা, শপথ ৮ মার্চ

Manik Saha: ত্রিপুরায় ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে মানিক সাহা, শপথ ৮ মার্চ

- Advertisement -

আগরতলা: ত্রিপুরায় দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন মানিক সাহা (Manik Saha)। ত্রিপুরা বিধানসভায় (Tripura Assembly) বিজেপির পরিষদীয় দলনেতার পদে বসলেন মানিক সাহা।

সোমবার দলীয় বৈঠকে তাঁকেই মুখ্যমন্ত্রী করার বিষয়ে সিলমোহর দিল গেরুয়া শিবির। বিজেপি পরিষদীয় বৈঠকে নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৮ মার্চ। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি।

ত্রিপুরায় বিজেপি ভোট যুদ্ধে জিতে গেলেও, সেরাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, এই লাখ টাকার প্রশ্নের জবাবে ছিল বেশ কিছু জল্পনা। নবনির্বাচিত বিধায়কদের একটা অংশ চেয়েছিল মুখ্যমন্ত্রী পদে মানিক সাহার জায়গায় ত্রিপুরায় প্রতিমা ভৌমিককে দেখতে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবারের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়ে জয় ছিনিয়ে নেন। ত্রিপুরা বিজেপির অন্দরে যে কোন্দল নিয়ে জল্পনা ছিল, সেই দিকে নজর রেখে অনেকেই মনে করেছিলেন যে প্রতিমা ভৌমিককে বিজেপি মুখ্যমন্ত্রী পদে জায়গা করে দিলেও দিতে পারে! কিন্তু শেষ হাসিটা হেসেছেন মানিক সাহা-ই।

সদ্যসমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি (BJP)। বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক (Manik Saha)। ত্রিপুরার নির্বাচনে দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১ হাজার ৩২১ ভোটে জিতেছিলেন মানিক সাহা। টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে জিতেছেন তিনি। জয়ের পরেই বলেছিলেন, ‘এই ফলে আমি খুশি। আরও বেশি আশা করেছিলাম।’ একই সঙ্গে দলীয় কর্মীদের শান্তিরক্ষার বার্তা দিয়েছেন বরদোয়ালি কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর