HomeবিদেশPervez Musharraf: গোপনে হামলার ছক কষলেও পারভেজ মুশারফ কিন্তু জন্মেছিলেন ভারতেই

Pervez Musharraf: গোপনে হামলার ছক কষলেও পারভেজ মুশারফ কিন্তু জন্মেছিলেন ভারতেই

- Advertisement -

নয়াদিল্লি – ২০০১ সালের ১৪ জুলাই ভারতে সফরকালে তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ গিয়েছিলেন তাঁর জন্মস্থান দায়রাগঞ্জে। দিল্লির সেই গলিতে তখন ছিল কড়া নিরাপত্তা। সেখানে তৎকালীন পাক প্রেসিডেন্ট প্রবেশ করতেই তাঁর সঙ্গে দেখা করেন বর্ষীয়ান আনারো দেবী। যিনি ছোট্ট পারভেজকে মনে করে পারভেজের ছোট্টবেলার নানান স্মৃতিচারণা করেন। 

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের জন্মস্থান ছিল দিল্লিতে। ১৯৪৩ সালের ১১ অগাস্ট তাঁর জন্ম হয় অবিভক্ত ভারতে। দেশ জুড়ে যখন স্বাধীনতা আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে দিকে দিকে, তেমনই এক অগ্নিগর্ভ সময়ে জন্ম হয় পারভেজ মুশারফের। এই ছবিতে উঠে এসেছে সেই বাড়ি, যেখানে তিনি জন্মেছিলেন। দিল্লির দরিয়াগঞ্জের এই বাড়িতেই জন্ম হয় পারভেজ মুশারফের।

২০০১ সালের ১৪ জুলাই ভারতে সফরকালে তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ গিয়েছিলেন তাঁর জন্মস্থান দায়রাগঞ্জে। দিল্লির সেই গলিতে তখন ছিল কড়া নিরাপত্তা। সেখানে তৎকালীন পাক প্রেসিডেন্ট প্রবেশ করতেই তাঁর সঙ্গে দেখা করেন বর্ষীয়ান আনারো দেবী। যিনি ছোট্ট পারভেজকে মনে করে পারভেজের ছোট্টবেলার নানান স্মৃতিচারণা করেন। দরিয়াগঞ্জের সেই নেহারওয়ালি হাভেলি ঘিরে ছিল সেদিন আঁটোসাটো নিরাপত্তা।

তাঁর জন্ম অবিভক্ত ভারতে হলেও, তাঁর জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে পাকিস্তান। এছাড়াও ইস্তানবুলে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন তিনি। ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে কার্গিল যুদ্ধ এক রক্তক্ষয়ী অধ্যায়। যার কেন্দ্রীয় চরিত্র হিসাবে উঠে এসেছে জেনারেল পারভেজ মুশারফের নাম। তবে কার্গিল পরবর্তী সময়ে তিনি পাকিস্কানের রাষ্ট্রনেতা হিসাবে ভারতে ২০০১ সালে আসেন শান্তি আলোচনা প্রসঙ্গে। সেই সময় সস্ত্রীক পারভেজ মুশারফের এই ছবি উঠে আসে আগ্রা সামিটের সময়।

জানা যায়, দিল্লির দরিয়াগঞ্জের গোলচা সিনেমার কাছে পারভেজ মুশারফের পৈতৃক বাড়ি। সেখানে জীবনের প্রথম ৪ বছর কাটিয়েছিলেন ছোট্ট পারভেজ মুশারফ। এরপর দেশভাগের সময় সপরিবারে তাঁরা পৌঁছন পাকিস্তানে। মুশারফ পরিবারের স্মৃতিবিজড়িত দিল্লির দরিয়াগঞ্জের নেহারওয়ালি হাভেলি বর্তমানে প্রায় ভগ্ন রূপ নিয়েছে। জানা যায়, ২০০৫ সালে পারভেজ মুশারফের মা এসেছিলেন একবার। পারভেজ মুশারফের দাদুর তৈরি এই বাড়ি আপাতত ভগ্নাবশেষ নিয়ে নানান স্মৃতির পরতে অবস্থান করছে।  

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -