HomeখবরLithium reserves in India: খুশির খবর, জম্মু-কাশ্মীরে ৫৯ লক্ষ টন লিথিয়ামের খোঁজ...

Lithium reserves in India: খুশির খবর, জম্মু-কাশ্মীরে ৫৯ লক্ষ টন লিথিয়ামের খোঁজ পেল ভারত

- Advertisement -

নয়াদিল্লি – দেশের জন্য সুখবর। এই প্রথম লিথিয়ামের হদিস পাওয়া গেল ভারতের মাটিতে। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায়। সেখানে ৫৯ লক্ষ টন লিথিয়ামের (lithium reserves in india) সন্ধান পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ভারতীয় ভূ-তাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (geological survey of india)।

দিল্লির মসনদে বসার পর থেকেই দেশকে ‘আত্মনির্ভর’ করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিথিয়ামের সন্ধান ‘আত্মনির্ভর ভারতে’র উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় খনি সচিব বিবেক ভরদ্বাজ (Vivek Bharadwaj)। বলেছেন, ‘‘আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ খনিজ খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’’

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আগামীদিনে জ্বালানির খরচ কমাতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ওপর জোর দিয়েছে। সরকার ঠিক করছে, আগামী ২০৩০ সালের মধ্যে অন্তত ৩০ শতাংশ পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির আমদানি কম করা হবে। তাছাড়া দিনকে দিন মোবাইল ফোনের মতো বৈদ্যুতিন যন্ত্রের চাহিদাও বাড়ছে। এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে হলে প্রয়োজন ব্যাটারির। আর ব্যাটারির জন্য প্রয়োজন লিথিয়াম। বৈদ্যুতিক গাড়ি কিংবা মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির অন্যতম মূল উপাদান লিথিয়াম অনেকটাই দামি। কারণ, তা এখনও আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই দেশেই লিথিয়ামের খনির সন্ধান পাওয়ার ফলে এ বার দেশে ব্যাটারি শিল্পে নতুন দিগন্ত খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সবথেকে বড় টার্গেট হল ভারতকে প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির পথে নিয়ে যাওয়া। তারজন্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের উপর জোর দেওয়ার কথা বলেছিল কেন্দ্রীয় খনি মন্ত্রক। লিথিয়াম-সহ বিভিন্ন খনিজ অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা থেকে আনার জন্য সক্রিয় পদক্ষেপ করেছিল সরকার। লিথিয়ামের জন্য এত দিন অন্য দেশের উপর নির্ভরশীল ছিল ভারত। এ বার দেশেই এই খনিজের সন্ধান পাওয়ার ফলে সেই নির্ভরতা কিছুটা কাটবে বলেই আশা করছে মন্ত্রক।

 

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -