মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
HomeভারতNew National Education Policy: প্রথম শ্রেণীতে ভর্তির বয়স ন্যূনতম ছয় বছর রাখুন:...

New National Education Policy: প্রথম শ্রেণীতে ভর্তির বয়স ন্যূনতম ছয় বছর রাখুন: কেন্দ্র

- Advertisement -

নয়া দিল্লি: স্কুল শিক্ষায় অভিন্নতা আনতে কেন্দ্র আবারও সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর রাখার নির্দেশ দিল। এর পাশাপাশি নতুন জাতীয় শিক্ষানীতি (New National Education Policy) অনুযায়ী, দেশের সব রাজ্যগুলিকেই কেন্দ্রের নতুন শিক্ষা পরিকাঠামোকে কার্যকর করতে বলা হয়েছে। যেখানে ৩ বছর বয়স থেকেই শিশুদের স্কুল ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে। কেন্দ্রের নতুন শিক্ষা পরিকাঠামোতে একটি শিশুকে ৩ বছর বয়সেই প্ল-স্কুলে পাঠানোর কথা বলা হয়েছে। এরপর ৬ বয়স হওয়ার পরই ক্লাস ওয়ানে ভরতির নির্দেশ দেওয়া হয়েছে।

ক্লাস ওয়ানের বয়স নিয়ে মত পার্থক্য

শিক্ষা মন্ত্রক এমন সময়ে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশ দিয়েছে যখন স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও, এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষও শুরু হতে যাচ্ছে। কিছুদিন আগেই স্কুল শিক্ষাকে ১০ প্লাস ২ এর বদলে ৫ প্লাস ৩ প্লাস ৩ প্লাস ৪ এর পরিকাঠামোতে পরিবর্তন করা হয়েছে। এই কাঠামোর প্রথম পাঁচ বছরকে ভিত্তিমূলক পর্যায় হিসাবে নামকরণ করা হয়েছে।

যার মধ্যে প্রথম তিন বছর বাচ্চার প্লে-স্কুল এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণিকে যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মতে, প্রথম শ্রেণিতে বাচ্চাকে ভরতি করানো নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে বড় রকমের মতভেদ রয়েছে। কিন্তু এই মতভেদের খেসারত বাচ্চাদেরকেই দিতে হয় বলে মনে করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কেননা, যখন একজন পড়ুয়া পরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে উচ্চ শিক্ষার জন্য যান, তখন তাঁকে এই বয়সের ফারাকের জন্য নানা সমস্যার মুখে পড়তে হয়।

রাজ্য প্লে স্কুলের জন্য ডিপ্লোমা কোর্স শুরু করে

স্কুল শিক্ষায় প্লে স্কুলগুলিকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি, শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্লে স্কুলে পাঠদানকারী শিক্ষকদের ট্রেনিং প্রক্রিয়া নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে। এ বিষয়ে কেন্দ্র ‘স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (এসসিইআরটি) এবং ‘ডিআইইটি’ (ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং) এর মাধ্যমে ২ বছরের ডিপ্লোমা কোর্স শুরু করার পরামর্শ দিয়েছে। বর্তমানে প্লে স্কুল পর্যায়ে পাঠদানের জন্য বিদ্যালয়ে কোনো প্রশিক্ষণ কোর্স নেই। স্কুলগুলি নিজেদের ইচ্ছেমতো শিক্ষক নিয়োগ করে। সেটা যাতে না হয়, প্লে-স্কুলেও যাতে অন্তত শিক্ষকদের শিক্ষতার মান বজায় থাকে – সেই চেষ্টা করতে চায় কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার।

প্রসঙ্গত, প্রথম শ্রেণিতে ভরতির বয়স নিয়ে বিতর্কের পর গত বছরই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এতে সমস্ত রাজ্যকে প্রথম শ্রেণীতে ভর্তির বয়স কমপক্ষে ৬ বছর রাখতে বলা হয়েছিল। নির্দেশিকায় আরও বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার-সহ দেশের প্রায় ২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম শ্রেণিতে ভরতির জন্য ন্যূনতম বয়স এরইমধ্যে ৬ বছর রয়েছে ঠিকই, কিন্তু গুজরাত, দিল্লি এবং কেরালার মতো প্রায় ১৪টি রাজ্যে এই বয়স ৫ বছর রয়েছে। সেটাই সবাইকে সমান করতে হবে।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর