কলকাতা: দাবি ছিল বকেয়া ৩৫ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা। কিন্তু তার বদলে সরকার মার্চ থেকে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর তাতেই অসন্তুষ্ট সরকারি কর্মচারীরা। এই পরিস্থিতিতে আজ, বুধবার সন্ধ্যার সময়েই কর্মবিরতি নিয়ে কড়া পদক্ষেপের ঘোষণা করতে চলেছেন সরকারি কর্মীরা।
আজ বাজেটে ডিএ বৃদ্ধির কয়েক মিনিট পরই সরকারি কর্মচারীরা জানিয়ে দেন, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি গ্রহণ করবেন না তাঁরা। অর্থ প্রতিমন্ত্রীর ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, ভিক্ষাবৃত্তি গ্রহণ করছি না। কর্মবিরতি হবে বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। সন্ধ্যার মধ্যে কর্মবিরতির তারিখ জানানো হবে বলেও জানান আন্দোলকারীরা।
এদিকে বকেয়া ডিএ না পেলে পঞ্চায়েত নির্বাচনে কাজ না করার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এই নিয়ে নবান্ন ও নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার হয় তাদের তরফে। আন্দোলনকারী সরকারি কর্মীদের স্পষ্ট বক্তব্য, মহার্ঘ ভাতার দাবি না মেটানো হলে পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া হবে না। এই সিদ্ধান্তের কথা জানালেন সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের আহ্বায়ক। রাজ্য সরকারকে তাঁরা দু’দিন সময় দিয়েছিলেন। আজ সেই সময়কাল শেষ হচ্ছে আজকে।
উল্লেখ্য, আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তিন শতাংশ ডিএ পান। নয়া ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ ডিএ পাবেন। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৩৮ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। তবে শীঘ্রই আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। সেই বর্ধিত ডিএ কার্যকর হবে এই বছরের জানুয়ারি থেকে।