Homeপশ্চিমবঙ্গBudget 2023: কোথায় টাকা বাড়ানো হল, কোন প্রকল্পে টাকা ঢালা হল -...

Budget 2023: কোথায় টাকা বাড়ানো হল, কোন প্রকল্পে টাকা ঢালা হল – এক নজরে রাজ্য বাজেট

- Advertisement -

আজ পেশ করা হল পশ্চিমবঙ্গের বাজেট। বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, এবার ৩ লাখ ৩৯ হাজার ৬২ হাজার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই আবহে ডিএ বৃদ্ধি থেকে শুরু করে ক্রেডিট সার্ভিস, বার্ধক্য ভাতা, লক্ষ্মীরভাণ্ডার – একাধিক প্রকল্পে বড় বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। একনজরে দেখুন বাজেট –

৩ শতাংশ ডিএ: রাজ্য সরকারের বেতনভোগী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘভাতা।

বিধায়ক উন্নয়ন তহবিল: বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্প (বিইইউপি) কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা।

রাস্তাশ্রী প্রকল্প: রাস্তাশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ তিন হাজার কোটি টাকা। তৈরি হবে ১১ হাজার কিলোমিটার রাস্তা। সারাই হবে পুরনো রাস্তাও।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড: ১৮-৪৫ বছর বয়সি ২ লক্ষ যুবক-যুবতীর আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকার ঋণের ঘোষণা। সুযোগ কর্মসংস্থানেরও।

লক্ষ্মীর ভান্ডার: বাংলার ১.৮৮ কোটি মহিলা, যাঁরা লক্ষ্মীর ভান্ডার প্রাপক, তাঁরা ৬০ বছর পেরোলেই সরাসরি বার্ধক্যভাতার আওতায়।

ডেউচা-পাঁচামিতে কর্মসংস্থান: ডেউচা-পাঁচামিতে ৩৫ হাজার কোটি টাকা লগ্নির ঘোষণা। চাকরি হতে পারে লক্ষাধিক যুবক-যুবতীর।

চামড়া শিল্প: চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। বানতলার লেদার কমপ্লেক্সে ৩ লক্ষ কর্মসংস্থানের পর আরও ২ লক্ষ চাকরির ঘোষণা।

আর্থিক বৃদ্ধির হার: রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ হওয়ার ঘোষণা।

স্ট্যাম্প ডিউটিতে ছাড়: স্ট্যাম্প ডিউটির উপর ছাড় নিয়ে বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী জানান, স্ট্যাপ ডিউটির ছাড় মিলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। স্ট্যাম্প ডিউটির ২ শতাংশ এবং জমি–বাড়ির বাজার মূল্যের সার্কেল রেটের ১০ শতাংশ ছাড় মিলবে এই সময়কালে।

চাষের জলের উপর কর পুরোপুরি ছাড়: চন্দ্রিমা ভট্টাচার্য এই সুবিধার কথা ঘোষণা করে জানান, এই কর মুকুবের ফলে কৃষকেরা উপকৃত হবেন।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -