কলকাতা – আজ, বুধবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হল রাজ্যের ছয় বিধানসভা আসনে। আসনগুলি হল – সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া। এ বারের নির্বাচনে বিজেপির টার্গেট অন্তত ৩টি আসন ছিনিয়ে নেওয়া। অন্যদিকে তৃণমূলের টার্গেট ছয়ে ছয় করে বিরোধীদের চূরমার করে দেওয়া। তৃণমূল বিজেপির পাশাপাশি অবশ্য লড়াইয়ে কংগ্রেস ও বামেরাও রয়েছে। কিন্তু নিজেদের মধ্যে জোট না হওয়ায় দুই দলই লড়ছে আলাদা আলাদা। তবে হাড়োয়া আসনটি আবার বামেরা ছেড়েছে আইএসএফ-কে।
আর সেই হাড়োয়াতেই ভোট শুরু হতেই সকালবেলায় উত্তেজনা ছড়াল। হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূলের বুথ এজেন্ট। বিমলের দাবি, দরজার পাশের ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। আপত্তি জানান ওই বুথের তৃণমূলের এজেন্ট। তখনই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শুধু বুথের ভেতরে নয়, বাইরেও উত্তেজনা ছড়ায়। দু’দলের কর্মী-সমর্থকেরা জড়ো হয় বুথের বাইরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। জটলা সরিয়ে দেয় তারা।
বিজেপির বুথ এজেন্টকে বসতে বাধা
ভোট শুরুর আগেই নৈহাটিতেও উত্তেজনা ছড়াতে দেখা গেল। অভিযোগ, নৈহাটির ৬৩ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি। অভিযোগের তির তৃণমূলের দিকে। খবর পেয়ে ওই বুথে পৌঁছন নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র। তিনি গিয়েই নিজের দলের এজেন্টকে বুথে বসান। তিনি বলেন, ‘‘তৃণমূলই আমার এজেন্টকে বুথে ঢুকতে দেয়নি। আমি এসে তাঁকে বুথে ভেতর বসাই। কমিশনের কাছে বিষয়টি জানাব।’’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পোলিং এজেন্ট ছাড়াই মকপোল সিতাইয়ে
সিতাই হাই স্কুলে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। কিন্তু সেই বুথে কোনও পোলিং এজেন্ট না থাকার অভিযোগ উঠল। ফলে ভোটগ্রহণ শুরুর আগে ভোটকর্মীরাই পোলিং এজেন্ট ছাড়াই মকপোল পর্ব সেরেছেন।
প্রসঙ্গত, আগামী ২৩ নভেম্বর এই ছয় আসনের ভোটগণনা। উপনির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তির ঘটনা ঘটতে না পারে, সেই কারণে আঁটোসাঁট নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ছয় আসনের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে। তার মধ্যে সিতাইয়ে ১৮, মাদারিহাটে ১৮, নৈহাটিতে ১৩, হাড়োয়ায় ১৮, মেদিনীপুরে ১৯ এবং তালড্যাংরায় ২২ কোম্পানি বাহিনী থাকবে। কমিশন সূত্রে খবর, ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১০২ কোম্পানি থাকবে বুথের দায়িত্বে আর বাকি ৬ কোম্পানি পাহারা দেবে স্ট্রংরুম।
উপনির্বাচনে ৬ আসনে প্রার্থীদের তালিকা
সিতাই
তৃণমূল: সঙ্গীতা রায়
বিজেপি: দীপক রায়
কংগ্রেস: হরিহর রায়
বামফ্রন্ট: অরুণকুমার বর্মা (ফরওয়ার্ড ব্লক)
মাদারিহাট
তৃণমূল: জয়প্রকাশ টোপ্পো
বিজেপি: রাহুল লোহার
কংগ্রেস: বিকাশ চম্প্র মারি
বামফ্রন্ট: পদ্ম ওঁরাও (আরএসপি)
মেদিনীপুর
তৃণমূল: সুজয় হাজরা
বিজেপি: শুভজিৎ রায়
কংগ্রেস: শ্যামল কুমার ঘোষ
বামফ্রন্ট: মণিকুন্তল খামরুই (সিপিআই)
তালড্যাংরা
তৃণমূল: ফাল্গুনী সিংহবাবু
বিজেপি: অন্যন্যা রায় চক্রবর্তী
কংগ্রেস: তুষারকান্তি সন্নিগ্রহী
বামফ্রন্ট: দেবকান্ত মহান্তি (সিপিএম)
হাড়োয়া
তৃণমূল: শেখ রবিউল ইসলাম
বিজেপি: বিমল দাস
কংগ্রেস: হাবিব রাজা চৌধুরী
আইএসএফ: পিয়ারুল ইসলাম (বাম সমর্থিত)
নৈহাটি
তৃণমূল: সনৎ দে
বিজেপি: রূপক মিত্র
কংগ্রেস: পরেশনাথ সরকার
বামফ্রন্ট: দেবজ্যোতি মজুমদার (সিপিএমএল-(লিবারেশন))