HomeরাজনীতিFirhad Hakim: সেনাবাহিনীর বোমার মশলা নিয়ে এসে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে BJP...

Firhad Hakim: সেনাবাহিনীর বোমার মশলা নিয়ে এসে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে BJP – অভিযোগ ফিরহাদের

- Advertisement -

কলকাতা – পঞ্চায়েত ভোটের ঠিক আগে বিরোধীদল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, বিজেপি সেনাবাহিনীর গুদাম থেকে মশলা নিয়ে এসে পশ্চিমবঙ্গে অশান্তি পাকানোর চেষ্টা করছে। স্বাভাবিক ভাবেই তৃণমূল নেতার এমন দাবি নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে।

এদিন ফিরহাদ বলেন, ‘মাড়গ্রামের ঘটনায় আমার মনে হচ্ছে, বাইরে থেকে কোনও ষড়যন্ত্র হচ্ছে। আমি কয়েকদিন আগে বীরভূম ঘুরে এসেছি। ওখানে এরকম পরিস্থিতি নেই। বীরভূম সীমানা লাগোয়া ঝাড়খণ্ডে এখনো মাওবাদীরা সক্রিয়। তারা এই হামলায় যুক্ত থাকতে পারে। তবে পুলিশ এটা বলতে পারবে।’

বাসন্তীর ঘটনার প্রেক্ষিতে ফিরহাদ বলেন, ‘আমার মনে হয় না আমাদের দল কোনও ভাবে এর পিছনে রয়েছে। এখন ব্যক্তিগত শত্রুতা কারও থাকতে পারে। কেউ উসকানি দিতে পারে। কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার জন্য বিভিন্ন জায়গায় বোমার মশলা সরবরাহ করছে। বোমের মশলা আসবে কোথা থেকে? সেনাবাহিনীর গুদাম ছাড়া বোমের মশলা তো খোলা বাজারে কিনতে পাওয়া যায় না।’

প্রসঙ্গত, এক দিনে পর পর ২ বোমা বিস্ফোরণে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যখন সরব বিরোধীরা তখন দায় ঠেলার খেলা শুরু করল তৃণমূল। তাদের দাবি, মাড়গ্রামে বিস্ফোরণের পিছনে থাকতে পারে মাওবাদীদের হাত। এছাড়া বোমার মশলা সেনার গুদাম থেকে পাচার হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রশ্ন উঠছে, তদন্ত চলাকালীন মন্ত্রীর এই মন্তব্য কি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা নয়?

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -