বেলজিয়াম: বিশ্বফুটবলে চরম মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মঙ্গলবার। বেলজিয়ান গোলকিপার আর্নে এস্পেল গত শনিবার এক অপেশাদার ম্যাচে পেনাল্টি সেভ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেলজিয়ামের ওয়েস্ট ব্রাব্যান্টের দ্বিতীয় প্রভিনশিয়াল ডিভিশনে খেলে উইঙ্কেল স্পোর্টস বি।
এক অপেশাদার ম্যাচে উইঙ্কেল স্পোর্টস বি মুখোমুখি হয়েছিল ওয়েস্ট্রোজবেকের বিপক্ষে। ভেন্যু ছিল ওয়েস্ট ফ্ল্যান্ডার্স প্রদেশে উইঙ্কেলের হোম গ্রাউন্ড সিন্ট এলিয়াস ম্যাচে দুর্ঘটনার সময়ে উইঙ্কেল ২-১ গোলে এগিয়ে ছিল। সেই সময়েই ওয়েস্ট্রোজবেক পেনাল্টি পায়।
বেলজিয়ান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এস্পেল স্পট কিক সেভ করেও দেন। তবে তারপরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আপদকালীন সার্ভিস দ্রুত তাঁকে সাহায্য করার জন্য ছুটে যায়। ডিফেব্রিলেটর দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাওয়া হয়। তবে এরপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এস্পেলকে মৃত ঘোষণা করা হয়।
ক্লাবের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, “আর্নে এস্পেলের আচমকা মৃত্যুতে ক্লাব গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতির জন্য আর্নের পরিবার, বন্ধু-বান্ধবদের সমবেদনা জানাই।”
এস্পেলের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সোমবার ময়নাতদন্ত করা হয়। সোমবার এস্পেলকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ১০০০ এই বেশি ফুটবল সমর্থক জড়ো হয়। এমনটাই জানিয়েছে, নিউজব্লাদ সংবাদপত্রে।