HomeবিদেশUS President Election Nikki Haley: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রাক্তন 'বস'কেই চ্যালেঞ্জ...

US President Election Nikki Haley: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রাক্তন ‘বস’কেই চ্যালেঞ্জ দিতে চলেছেন এই ‘ভারতীয়’

- Advertisement -

ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বেজে উঠেছে রণদামামা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হোয়াইট হাউসে ফিরে আসার লড়াইয়ে নেমেছেন। আর সেই ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ভোটের আঙিনায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারতীয় বংশোদ্ভূত কন্যা— নিম্রতা নিকি হ্যালি। প্রাক্তন ‘বস’ ডোলান্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্টের পদে রিপাবলিকানদের তরফে লড়তে চলেছেন নিকি হ্যালি।

পঞ্জাবি বাবা-মায়ের সন্তান নিম্রতা এক সময়ে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। আবার আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার গভর্নরও ছিলেন নিকি। রাজনীতিক হিসাবে পরিচিতি রয়ছে তাঁর। সেই নিকিই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের অন্যতম মুখ হতে চলেছেন। আর নির্বাচনী প্রক্রিয়ায় তাঁর প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন, তাঁর রিপাবলিকান সহকর্মী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর হিসাবে মার্কিন রাজনীতিতে দাপট দেখিয়েছেন নিকি। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘আমি নিকি.. আর আমি প্রেসিডেন্ট পদের লড়াইতে রয়েছি।’ ভারতীয় বংশোদ্ভূত হিসেবে গর্বিত নিকি সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন, ‘‘আমি অভিবাসী বাবা-মায়ের গর্বিত সন্তান। কৃষ্ণাঙ্গ ছিলাম না। আবার শ্বেতাঙ্গও বলা যাবে না। আমি ছিলাম নিজের মতো। একেবারে আলাদা। কিন্তু আমার মা আমায় শিখিয়েছিলেন, এই পার্থক্যে মন না দিতে। বরং বলেছিলেন, কোথায় এ দেশের সঙ্গে আমার মিল তাতে মনোনিবেশ করতে।”

প্রসঙ্গত, এককালে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা নিকি রাষ্ট্রসংঘে মার্কিন দূত হিসাবেও কাজ করেছেন। জানা গিয়েছে, বুধবার দক্ষিণ ক্যারোলিনা থেকে তিনি তাঁর প্রচারের সফর শুরু করতে চলেছেন। ট্রাম্পের সঙ্গে সম্মুখ সমরে নিকিই তাবড় রিপাবলিকান নাম হিসাবে উঠে আসছেন। এছাড়াও ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট ঘিরে একাধিক রিপাবলিকানের নাম উঠছে। তাঁদের মধ্যে রয়েছেন, ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, মার্কিন সেনেটর টিম স্কটের মতো নাম।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -