Homeপাঁচফোড়নSrabanti Chatterjee: ‘…আমার হিরো’, দোলের দিনে কাকে বললেন শ্রাবন্তী?

Srabanti Chatterjee: ‘…আমার হিরো’, দোলের দিনে কাকে বললেন শ্রাবন্তী?

- Advertisement -

কলকাতা: মঙ্গলবার দোল পূর্ণিমার দিনে এক ‘হিরো’র বুকে মাথা রেখে রঙের ছবি দিলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। কে সেই পুরুষ যিনি হিরোইনেরও হিরো? তিনি আর কেউ নন, নায়িকার বাবা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। বাবার জন্মদিন ও দোল উৎসবও– এই দুই উৎসবের কারণে দারুণ খুশি তাঁর মন।

বাবার সঙ্গে ছবি দিয়ে তাই শ্রাবন্তী (Srabanti Chatterjee) লিখেছেন,”শুভ জন্মদিন আমার হিরো। ভালবাসি তোমায় বাবা”। শ্রাবন্তীর অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। তবে শ্রাবন্তীর ছবিতে নেতিবাচক মন্তব্য আসবে না, তা কী করে হয়? এসেছে ঠিকই, তবে শ্রাবন্তী পাত্তা দেননি।

পরিবারের ছোট মেয়ে শ্রাবন্তী (Srabanti Chatterjee)। ভীষণ আদরের। খুব ছোট বয়সেই বিয়ে করে ফেলেছিলেন তিনি, যদিও সেই বিয়ে সুখের হয়নি। তাঁর ছেলের নাম অভিমন্যু। কিছু দিন আগেই ছেলেকে নিয়ে এক অনভিপ্রেত ঘটনার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে।

আবাসনে অভিমন্যু থাকেন সেখানকারই এক আবাসিকের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। ঝামেলা ক্রমশ বাড়তে থাকায় ঘটনাস্থলে হাজির হল শ্রাবন্তী নিজেই। ছিলেন তাঁর রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

এদিকে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনও খুব একটা সুখের নয়। আইনত এখনও শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের স্ত্রী। কিন্তু শ্রাবন্তী বিবাহবিচ্ছেদের মামলা করলেও রোশন সিং ডিভোর্স দিতে চান না। মিডিয়ায় গুজব, রোশনের কাছ থেকে খোরপোষ হিসেবে মাসিক ৭ লাখ টাকা দাবি করেছিলেন শ্রাবন্তী।

কিন্তু কিছু দিন আগেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এক মামলা দায়ের করেছিলেন রোশন। রোশনের তরফে দাবি করা হয়েছিল, বিবাহবিচ্ছেদের মামলায় আয় ব্যয়ের যে হিসেব অভিনেত্রী দেখিয়েছিলেন, তাতে অসঙ্গতি ধরা পড়েছে।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -