মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeপশ্চিমবঙ্গজ্বরে কাবু হয়ে হাসপাতালে ভর্তি বিমান বসু, অসুস্থ অবস্থাতেই গিয়েছিলেন উত্তরবঙ্গে

জ্বরে কাবু হয়ে হাসপাতালে ভর্তি বিমান বসু, অসুস্থ অবস্থাতেই গিয়েছিলেন উত্তরবঙ্গে

- Advertisement -

কলকাতা – জ্বরে কাবু হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিমান বসু। জ্বর উপেক্ষা করেই তিনি উত্তরবঙ্গে পার্টির কর্মসূচিতে গিয়েছিলেন বলে খবর। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই কলকাতায় ফেরেন। এবং ফেরামাত্রই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তবে বিমান বসুর ফুসফুসে সংক্রমণ রয়েছে। আজ, মঙ্গলবার তাঁর রক্ত পরীক্ষা করা হবে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চা খেয়ে খবরের কাগজগুলিতে চোখ বুলিয়েছেন বিমান। বেলার দিকে জলখাবারও খেয়েছেন।

এনিয়ে মন্তব্য করতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “৩ দিন ধরে বিমানদার জ্বর ছিল। জ্বর না কমায় তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কীভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

৮৮ বছরের বিমান বসু অত্যন্ত নিয়মের মধ্যে দিনযাপন করেন। বলতে গেলে আলিমুদ্দিনের কার্যালয়ই এখন তাঁর একমাত্র ঠিকানা। গত কয়েক দিন থেকে কলকাতা-সহ আশে-পাশের এলাকার তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। যার ফলে অনেকেই সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিমান বসুও তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন।

তা সত্ত্বেও দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। কিন্তু ট্রেন সফরে ঠান্ডা হাওয়া লাগায় অসুস্থতা আরও বাড়ে। ফেরার সময় মালদহে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি হতে চাননি তিনি। চেয়েছিলেন আলিমুদ্দিনের কার্যালয়েই হোক চিকিৎসা। কিন্তু কলকাতা পৌঁছতেই পরিস্থিতি বিবেচনা করে শেক্সপিয়র সরণির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি বিমান। চেয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরেই তাঁর চিকিৎসা হোক। অনেক বুঝিয়ে বিমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে বিমানকে দেখে আসেন সেলিম-সহ দলের অন্য নেতারা।

দলের বর্ষীয়ান নেতার অসুস্থতায় স্বাভাবিকভাবেই সিপিএমের পুরনো কর্মী-সমর্থকার অনেকেই খোঁজ-খবর নিতে শুরু করেছেন। সকলেই চাইছেন বিমানদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে ফের সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়েন।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর