HomeUncategorizedSchool Service Commission: আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে আদালতে হলফনামা পেশ

School Service Commission: আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে আদালতে হলফনামা পেশ

- Advertisement -

কলকাতা: আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা হাইকোর্টে জমা দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর আগামী সপ্তাহের মঙ্গলবারই হলফনামা আকারে হাইকোর্টে বিস্তারিত তথ্য জানাতে চলেছে এসএসসি। সেই হলফনামায় একদিকে যেমন উচ্চ প্রাথমিকে টেটের ওএমআর শিট যাচাই পর্বতে কী কী অসংগতি ধরা পড়েছে তা যেমন থাকছে, সেই সঙ্গে অসংগতির জেরে মেধা তালিকায় কী কী পরিবর্তন হতে চলেছে সেটাও জানানো হবে।

কমিশনের আধিকারিকরা মনে করছেন, এর ফলে আরও কিছু চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন হতে পারে। ফলে আরও কিছু চাকরিপ্রার্থী ডাক পেতে পারেন বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এসএসসির কাছে গোটা রিপোর্টও চলে এসেছে। তাই আগামী সপ্তাহে মঙ্গলবার হলফনামা জমা দেওয়া হবে। তারপর হাইকোর্ট কি নির্দেশ দেয় – তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে বলতে গিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, “আমাদের তরফে ওএমআর শিটের যাচাই পর্বের কাজ চলছিল বলেই উচ্চ প্রাথমিকের প্যানেল হাইকোর্টে পেশ করতে সময় লাগছিল। সেই যাচাই পর্বের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমরা হাইকোর্টে হলফনামা আকারে জমা দেব। হলফনামাতেই আমরা যা জানানোর জানাব।”

গত ৮ বছর ধরে চলছে এসএসসি উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। ১৪ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে এই নিয়োগের জন্য। ২০১১-১২ এবং ২০১৫ সাল এই দুবার টেট নেওয়া হয়েছে এসএসসির তরফে। আর সেই যাচাই পর্বতেই একাধিক অসংগতি ধরা পড়েছে। কমিশন সূত্রে খবর ২০১৫-তে নেওয়া এসএসসি টেটে ওএমআর শিটে নম্বর নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে।

 

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -