নয়া দিল্লি – প্রত্যাশার জয়। কিন্তু সহজ জয় এল মাটি কামপড়ে লড়াইয়ের ফলে। অস্ট্রেলিয়াকে (India vs Australia) দ্বিতীয় টেস্টে শেষ পর্যন্ত হারাল ভারত। দিল্লিতে ৬ উইকেটে জিতে চার টেস্টের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ১১৩ রানে শেষ হয় রবিবার সকালে। এর পর জয়ের জন্য ভারতের দরকার ছিল ১১৫ রান। ৪ উইকেট হারিয়ে সেই রান তুললেন রোহিতরা।
এদিন ১১৫ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারায় ভারত। লক্ষ্য কম থাকায় অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হন রোহিত, বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা। যে সহ-অধিনায়ক লোকেশ রাহুল (২) এদিন ফের ব্যর্থ হলেন, স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন ধারাবাহিক ব্যবধানে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। ভাল শুরু করেও দলকে জয় পর্যন্ত পৌঁছে দিতে পারলেন না রোহিত এবং বিরাট। অধিনায়ক ৩১ এবং প্রাক্তন অধিনায়ক ২০ রান করে আউট হন। রান পাননি শ্রেয়সও (১২)। ৪৯ রানে ২ উইকেট নেন নাথান লায়ন।
এরপর একমাত্র শততম টেস্ট খেলতে নামা পুজারা উইকেটের এক দিক আগলে রেখে দলকে ভরসা দিলেন। পুজারা শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৩১ রান করে। তাঁর ৭৪ বলের ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারি। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন শঅরীকর ভরত। উইকেটরক্ষকের ব্যাট থেকে এল ২২ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস। তিনটি চার এবং একটি ছক্কা মারেন তিনি।