Saturday, November 9, 2024
Saturday, November 9, 2024
Homeখবরদানা বাঁধছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দানা বাঁধছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

- Advertisement -

কলকাতা – ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। ঘূর্ণাবর্তের কারণেই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে। সোমবার তেমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আপাতত কলকাতায় বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্য তিনটি জেলায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। সোমবার এবং মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্তের গতিবিধির উপর পরবর্তী পূর্বাভাস নির্ভর করছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এই সপ্তাহে একটি নিম্নচাপ সৃষ্টি হবে সাগরে। এদিকে মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্ত আরও দক্ষিণের দিকে অবস্থান করবে এই সপ্তাহে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের পাশাপাশি ওড়িশা, ছত্তিশগড়ে বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিনের জন্য। সঙ্গে ভিজবে পশ্চিমবঙ্গও। এছাড়া মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রেও বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী কয়েকদিনের জন্য। 

মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণ হিসাবে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখাকে দায়ী করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া, দিঘা থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায়।

যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলার চেয়ে ওড়িশায় বেশি পড়বে বলে জানা গিয়েছে। তবে বাংলাতেও এর প্রভাব পড়বে। ঘূর্ণাবর্তের ফলে রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার এবং আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। এর মধ্যে আজ কোথাও কোথাও হবে ভারী বৃষ্টি।  

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর