নয়া দিল্লি: পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে উত্তরপ্রদেশের উন্নয়নের উদাহরণ দেন। পালটা বঙ্গের তৃণমূল নেতারাও উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনাকে তুলে ধরে মোদী-যোগীর সমালোচনায় মুখর হন। কিন্তু কে সত্যি বলছেন আর মিথ্যে বলছেন – সেই বিতর্কে না গিয়ে দেখে নেওয়া যাক যোগী সরকার উত্তরপ্রদেশের এবারের বাজেটে (UP Budget 2023) কী কী ঘোষণা করলেন। পাশাপাশি হালকা করে তুলনা টানা যাক, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কোন খাতে কতটাকা খরচা করার কথা বলেছেন আর উত্তরপ্রদেশের যোগী সরকার কোথায় কতটাকা ঢাললেন।
দিন কয়েক আগে বিধানসভায় পশ্চিমবঙ্গের বাজেট (West Bengal Budget 2023) পেশ করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাতে তিনি মোট ৩.৩৯ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবের কথা বলেছিলেন। এদিকে, বুধবার উত্তরপ্রদেশের বাজেট পেশ করেন যোগী সরকারের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না মোট ৬.৯০ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব রাখেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে দ্বিগুণ বাজেট পেশ করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার।
মমতা সরকারের বাজেটের (West Bengal Budget 2023) মূল ১০টি বিষয় হল –
৩ শতাংশ ডিএ: রাজ্য সরকারের বেতনভোগী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘভাতা।
বিধায়ক উন্নয়ন তহবিল: বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্প (বিইইউপি) কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা।
রাস্তাশ্রী প্রকল্প: রাস্তাশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ ৩ হাজার কোটি টাকা। তৈরি হবে ১১ হাজার কিলোমিটার রাস্তা। সারাই হবে পুরনো রাস্তাও।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড: ১৮-৪৫ বছর বয়সি ২ লক্ষ যুবক-যুবতীর আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকার ঋণের ঘোষণা। সুযোগ কর্মসংস্থানেরও।
লক্ষ্মীর ভান্ডার: বাংলার ১.৮৮ কোটি মহিলা, যাঁরা লক্ষ্মীর ভান্ডার প্রাপক, তাঁরা ৬০ বছর পেরোলেই সরাসরি বার্ধক্যভাতার আওতায়।
ডেউচা-পাঁচামিতে কর্মসংস্থান: ডেউচা-পাঁচামিতে ৩৫ হাজার কোটি টাকা লগ্নির ঘোষণা। চাকরি হতে পারে লক্ষাধিক যুবক-যুবতীর।
চামড়া শিল্প: চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। বানতলার লেদার কমপ্লেক্সে ৩ লক্ষ কর্মসংস্থানের পর আরও ২ লক্ষ চাকরির ঘোষণা।
স্ট্যাম্প ডিউটিতে ছাড়: স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা। বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ২ শতাংশ এবং জমি-বাড়ির বাজারমূল্যের সার্কল রেটের ১০ শতাংশ ছাড়ের মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি।
আর্থিক বৃদ্ধির হার: রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ হওয়ার ঘোষণা।
এবার আসা যাক যোগী সরকারের বাজেটের (UP Budget 2023) মূল ১০টি বিষয়ের ওপর –
পড়ুয়াদের জন্য ট্যাবলেট ও স্মার্ট ফোন: ট্যাবলেট এবং স্মার্ট ফোনের জন্য রাজ্যের ছাত্রদের ৩৬০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।
মেট্রো তৈরি: বারাণসী-গোরখপুর মেট্রোর জন্য ১০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এছাড়াও ২০২৩-২০২৪ আর্থিক বছরে কানপুর মেট্রো রেল প্রকল্পের জন্য ৫৮৫ কোটি টাকার বাজেটের বিধান প্রস্তাব করা হয়েছে। আগ্রা মেট্রো রেল প্রকল্পের জন্য ৪৬৫ কোটি টাকার বাজেটের বিধান প্রস্তাব করা হয়েছে। বারাণসী, গোরখপুর এবং অন্যান্য শহরে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের জন্য ১০০ কোটি টাকার বিধান প্রস্তাব করা হয়েছে।
এক্সপ্রেসওয়ে: ঝাঁসি-চিত্রকূট লিংক এক্সপ্রেসওয়ের জন্য ২৩৫ কোটি টাকা ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য খাতে: স্বাস্থ্য ব্যবস্থায় ১২,৬৫০ কোটি টাকা খরচ করার ঘোষণা।
শিক্ষা ক্ষেত্রে: সমগ্র শিক্ষা অভিযানের জন্য ২০,২৫৫ কোটি টাকার বিধান প্রস্তাব করা হয়েছে।
মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা: রাজ্যের সমস্ত জেলায় একটি করে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৪টি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।
শহর উন্নয়ন: মুখ্যমন্ত্রীর নগর সম্প্রসারণ/নতুন শহর প্রচার প্রকল্পের জন্য ৩,০০০ কোটি টাকার বিধান প্রস্তাব করা হয়েছে। লখনউ উন্নয়ন এলাকা এবং রাজ্যের সমস্ত উন্নয়ন কর্তৃপক্ষ এবং বারাণসী এবং অন্যান্য শহরে রোপওয়ে পরিষেবা ও এলাকা এবং শহর এলাকায় পরিকাঠামোগত সুবিধার উন্নয়নের জন্য ১৫০ কোটি টাকা।
রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম: দিল্লি-গাজিয়াবাদ মিরাট করিডোর রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম প্রকল্পের নির্মাণ কাজ চলছে। ২০২৩-২০২৪ আর্থিক বছরে, ১৩০৬ কোটি টাকার বিধান প্রস্তাব করা হয়েছে।
দুর্ঘটনায় পঙ্গুত্ব বাবদ পাঁচ লাখ টাকা
একটি ছেলের জন্মের জন্য এককালীন ২০,০০০ টাকা এবং একটি মেয়ের জন্মের ক্ষেত্রে ২৫,০০০ টাকা ফিক্সডিপোজিটের জন্য দেওয়া হবে। জন্মগতভাবে প্রতিবন্ধী মেয়েদের জন্য ফিক্সড ডিপোজিট হিসাবে ৫০,০০০ টাকা দেওয়ার বিধান রয়েছে, যা ১৮ বছরের জন্য হবে।
অন্নপুর্তি যোজনার জন্য ২১,৭৯১ কোটি ২৫ লক্ষ টাকার বাজেট প্রস্তাব রাখা হয়েছে।
উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার রিফিল করার জন্য ৩০৪৭ কোটি টাকার বিধান প্রস্তাব করা হয়েছে।
আর্থিক বৃদ্ধির হার: উত্তরপ্রদেশের বাজেটে ১৬.৮ শতাংশ আর্থিক বৃদ্ধির কথা বলা হয়েছে।