বারাসাত – বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে (Bar Association Poll) বাজিমাত বাম-কংগ্রেসের। তৃণমূলকে হারিয়ে জয়ী হল বিরোধী জোট। তবে, অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হয়েছেন শাসকদলের প্রার্থী।
পঞ্চায়েত ভোটের আগে, বিরোধীদের বড় সাফল্য়। বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করল বাম-কংগ্রেস জোট। ১৩টি আসনের মধ্যে ৭টি আসনে জয়ী হয়েছেন জোটের প্রার্থীরা। তৃণমূল পেয়েছে ৬টি আসন। বিজেপির ঝুলি শূন্য়।
৩১ জানুয়ারি ছিল বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। মোট ভোটার ছিলেন ১ হাজার ৯০২ জন। ভোট দেন ১ হাজার ৫২৩ জন। শনিবার নির্বচনের রেজাল্ট বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাম-কংগ্রেসের প্রতিনিধিরা। তবে, অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হয়েছেন শাসকদলের প্রার্থী। তৃণমূল জমানায় বার অ্যাসোসিয়েশনের ভোটে বাম-কংগ্রেস জোটের এই সাফল্য পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের জন্য় অবশ্যই বাড়তি অক্সিজেন জোগাবে! মত রাজনৈতিক মহলের একাংশের।