Homeপশ্চিমবঙ্গMadhyamik Examination 2023: মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র কি সত্যিই ‘ফাঁস’ হয়ে গেল?

Madhyamik Examination 2023: মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র কি সত্যিই ‘ফাঁস’ হয়ে গেল?

- Advertisement -

কলকাতা: মাধ্যমিক (Madhyamik Examination 2023) সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কী ফাঁস হয়ে গেল? এমনই চাঞ্চল্যকর প্রশ্ন উসকে দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

একটি ইংরেজি প্রশ্নপত্রের ৩টি পাতা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন বিজেপি নেতা। তাতে তিনি জানিয়েছেন, সকাল থেকেই মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে সেগুলি ঘুরে বেড়াচ্ছে। যদিও সেগুলি প্রকৃতপক্ষেই মাধ্যমিকের প্রশ্নপত্র কি না, সেই বিষয়টি স্পষ্ট করেননি বঙ্গ বিজেপির সভাপতি।

সুকান্ত মজুমদার তাঁর টুইটে লিখেছেন, ‘কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না, তা স্পষ্ট হয়ে যাবে।’ যদিও এই বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদের তরফে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে বঙ্গ বিজেপি সভাপতির এমন টুইট ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।


শুধু বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারই নন, এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যও নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সৃজন লিখেছেন, ‘মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র কি ফাঁস হল? দ্রুত খোলসা করুক পর্ষদ। এসবের মধ্যেও কোনও কুন্তল তাপস মানিক লুকিয়ে নেই তো?’

উল্লেখ্য, গতকাল সুকান্ত মজুমদার রাজ্যের শিক্ষা ব্য়বস্থার বেহাল অবস্থার অভিযোগ তুলে মন্তব্য করেছিলেন, মধ্য শিক্ষা পর্ষদের উপর থেকে অভিভাবকরা আস্থা হারিয়ে ফেলছেন। সেই কারণেই মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি।

এমনকী সুকান্ত মজুমদার যে নিজের মেয়েকে সরকারি স্কুল থেকে ছাড়িয়ে বেসরকারি স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছেন, সেই কথাও গতকাল নিজেই জানিয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি। এবার ইংরেজির প্রশ্নপত্র নিয়ে জল্পনা উস্কে দিলেন বিজেপি সাংসদ। যদিও এই নিয়ে পর্ষদের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -