মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
HomeUncategorizedA R Rahman: ছেলের রক্ষা পেতেই শিল্পীদের নিরাপত্তা নিয়ে সরব হবেন এ...

A R Rahman: ছেলের রক্ষা পেতেই শিল্পীদের নিরাপত্তা নিয়ে সরব হবেন এ আর রহমান

- Advertisement -

মুম্বই: দুর্ঘটনা থেকে অল্পজন্যের রক্ষা পেয়েছেন ছেলে। আর তারপরই শিল্পীদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান (A R Rahman)। সঙ্গীত পরিচালক শিল্পীদের সুরক্ষা ও নিরাপত্তার উপর যাতে বাড়তি নজর দেওয়া সেই বিষয়ে নিজের মত ব্যক্ত করেছেন। পাশপাশি ছেলের উপর দিয়ে যে ফাঁড়া গেল, তাকে ‘অলৌকিক’ বলেই মন্তব্য করেছেন।

আসলে নতুন গানের একটি ভিডিয়ো শুটিং চলছিল। মঞ্চে গাইছিলেন রহমানের ছেলে আমিন রহমান। এমন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্রেন। সঙ্গে ঝুলছিল তিনটি ঝাড়বাতি। ভয়ঙ্কর এই ঘটনার ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেন আমিন।

যদিও আমিনের কোনও চোট-আঘাত লাগেনি। তবু সে দিনের সেই ঘটনা যেন দুঃস্বপ্নের মতো আমিনের কাছে। পেশায় সঙ্গীতশিল্পী অমিন নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘‘তিন দিন আগে দুর্ঘটনার সাক্ষী আমি। তবে এখন ভাল আছি। তাই ঈশ্বর, মা-বাবা-শুভানুধ্যায়ীদের কাছে আমি কৃতজ্ঞ।’’

তিনি আরও লিখেছেন, ‘‘একেবারে মঞ্চের মাঝে দাঁড়িয়ে পারফর্ম করছি, এমন সময় ক্রেন সমেত ঝুলন্ত তিনটি ঝাড়বাতি-সহ গোটাটা ভেঙে পড়ে। খনিকের এ দিক-ও দিক হলে এখন হয়তো সব কিছু অন্য রকম হত। আমার হাত-পা কাঁপছিল। এই গোটা ঘটনার আকস্মিকতা থেকে এখনও বেরোতে পারিনি আমি। আতঙ্ক রয়ে গিয়েছে।’’

শুধু আমিন নয়, দিন কয়েক আগে মঞ্চে গাইতে উঠে ড্রোনের আঘাতে আহত হন বেণী দয়াল। অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই বেণীর মাথায় উপর পড়ে যায় ড্রোনটি। মাথায় চোট পান বেণী, কেটে যায় তাঁর আঙুলও। পর পর দু’টি ঘটনায় এ বার শিল্পীদের হয়ে সরব হয়েছেন আমিনের বাবা অস্কারজয়ী সুরকার এআর রহমান।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর