নয়াদিল্লি: ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ (Poster Against Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করার দাবিতে পোস্টার পড়ার কান্ডে এই মুহূর্তে তোলপাড় রাজধানী দিল্লির রাজনীতি। ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দায়ের করা হয়েছে ৪৪টি মামলা। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে, এই ঘটনার পিছনে আসলে কে বা কারা রয়েছে? একইসঙ্গে প্রশ্ন উঠছে, কোন রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এমন পোস্টার?
ঘটনায় এরইমধ্যে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। কিন্তু এরইমধ্যে যতটুকু তথ্য দিল্লি পুলিশের হাতে উঠে এসেছে তাতে অনেকেই বলছেন, এই পোস্টারের খেলা আসলে খেলেছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিই। কেননা, পোস্টার সাঁটার পাশাপাশি ওই পোস্টারের বিশাল লট দিল্লিতে আম আদমি পার্টির দফতরে সরবরাহ করা হচ্ছিল।
কেন এমনটা বলছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা? কেননা, ভ্যানের চালককে জেরা করে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবারও এই ধরনের পোস্টার আম আদমি পার্টির অফিসে পৌঁছে দেওয়া হয়েছিল বলে সেই ভ্যানচালক জানায় পুলিশকে। এখানেই শেষ নয়, জেরায় প্রেস মালিকরাও জানিয়েছেন, এই ধরনের ৫০ হাজার পোস্টারের বরাত পেয়েছিল তারা। এবং সেটা এসেছিল আম আদমি পার্টির নেতাদের কাছ থেকেই।
এদিকে পুলিশের ধরপাকড়ে যে আম আদমি পার্টির বুকে জ্বালা ধরেছে, সেটাও অরবিন্দ কেজরিওয়ালের দলের অফিসিয়াল টুইটে প্রমাণ পাওয়া গিয়েছে। এই বিষয়ে এক টুইট করে আম আদমি পার্টির তরফে লেখা হয়েছে, ‘মোদী সরকারের স্বৈরাচার চরমে। এই পোস্টারে আপত্তিকর এমন কী আছে যে মোদীজি ১০০টি এফআইআর দায়ের করেছেন? প্রধানমন্ত্রী মোদী, আপনি হয়তো জানেন না কিন্তু ভারত একটি গণতান্ত্রিক দেশ। একটা পোস্টার দেখে এত ভয়! কেন?’
অর্থাৎ, দুয়ে দুয়ে চার করলেই ব্যাপারটা পরিস্কার, আম আদমি পার্টি নিজে হোক কিংবা কাউকে দিয়ে এই কাজ করিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমনটা করার কী প্রয়োজন ছিল?
আসলে আম আদমি পার্টির এই পোস্টার রাজনীতি নতুন কিছু নয়। আম আদমি পার্টি যখন প্রথমবার দিল্লির ক্ষমতায় এসেছিলেন তখনও দেখা গিয়েছিল – পুরো দিল্লি অরবিন্দ কেজরিওয়ালের পোস্টারে ঢেকে গিয়েছে। পরে সে নিয়ে বিতর্কও হয়। প্রশ্ন ওঠে আম পাবলিকের টাকায় অরবিন্দ নিজের প্রচারের জন্য কেন কোটি কোটি খরচ করছেন?
কিন্তু এখন পরিস্থিতি অন্য। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অনেকদিন কাটিয়ে ফেলেছেন। শত চেষ্টা করেও বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রীত্ব অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি। আর তারপরই কেজরিওয়াল ঘণিষ্ঠ একের পর এক আপ নেতাকে ইডি-সিবিআই দুর্নীতির অভিযোগে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে। ফলে আম আদমি পার্টির কাছে মোদী সরকার ‘স্বৈরাচারী’ হয়ে উঠেছে।
যদিও এই কথা বারবার টিভি মিডিয়ায় বলেও তেমন একটা হাওয়া তোলা যাচ্ছে না। ফলে আম আদমি পার্টির নেতারা মোদীকে ‘বদনাম’ করতে ফিরে গেছেন তাঁদের পুরনো স্টাইলে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।