আগরতলা – গত শনিবারই ভোটমুখী ত্রিপুরায় প্রচার সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল, অর্থাৎ, সোমবার ফের ত্রিপুরায় সভা করার কথা তাঁর। এদিকে, আগামীকাল ত্রিপুরাতে সভা করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। ঠিক তারই মাঝে ত্রিপুরার মাটি থেকে ফের বাম কংগ্রেসকে নিশানা করে তির ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন, ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সিপিএম প্রমাণ করে দিয়েছে যে তারা এবার ভোটে হারছে। আসলে তারা এককভাবে বিজেপির সঙ্গে পেরে উঠছে না। সেকারণেই তারা জোট বাঁধছে।
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ফলপ্রকাশ হবে ২ মার্চ। তার আগে জমে উঠেছে উত্তর-পূর্ব ভারতের এই ছোট বাঙালি অধ্যুষিত রাজ্যটির ভোটপ্রচার। প্রায় প্রত্যেকটি দলের রথী-মহারথীরা ত্রিপুরার আগরতলায় এসে সভা করে যাচ্ছেন। সব এই প্রচারে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে বিজেপি আর তৃণমূল। অন্যদিকে, বেশ সন্তর্পণে এগোতে দেখা যাচ্ছে সিপিএম এবং কংগ্রেসকে। এক সময়ের দুই বিরোধীদল এখন একে ওপরের কাঁধে হাত রেখে বিজেপি এবং তৃণমূলের মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে।
Tripura | Union Home minister Amit Shah offered prayers at Tripura Sundari Temple.#TripuraElections2023 pic.twitter.com/DnCrLRxQPG
— ANI (@ANI) February 12, 2023
যা নিয়ে আক্রমণ করতে গিয়ে এদিন অমিত শাহ বলেন, কংগ্রেসের লজ্জা হওয়া দরকার। তারা সিপিএমের সঙ্গে জোট বেঁধেছে। আর এই সিপিএমই একদিন তাদের কর্মী সমর্খকদের হত্যা করেছিল। তিপ্রা মোথার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেস ও সিপিএম ত্রিপুরার উন্নতির জন্য কিছু করেনি। বিজেপির শাসনকালেই ত্রিপুরার যাবতীয় উন্নতি হয়েছে। আমরা সকলের উন্নতির জন্য কাজ করি। কংগ্রেস ও সিপিএম আদিবাসীদের উন্নতির জন্য কিছু করেনি। এখন তারাই আবার আদিবাসীদের কাছ থেকে ভোট চাইতে আসছে। তারা আবার আদিবাসী মুখকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে। তবে এনিয়ে এর আগেও মুখ খুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। শাহর কটাক্ষ, “বামেরা এতদিন কী করেছে? মানিক সরকার এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, কী করেছেন? এবার ওঁর দল ওঁকেই প্রার্থীই করল না। আর এখন আদিবাসী মুখকে মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করে দিচ্ছে। চা বাগান আর রাবার শ্রমিকরা জেনে রাখুন আপনাদের পাশে দাঁড়ানোর কাজ আমরাই করব।”
সম্প্রতি ত্রিপুরায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাম-কংগ্রেসকে নিশানা করে তির ছুঁড়েছিলেন। তবে পারতপক্ষে তাঁরা কেউই তৃণমূলের নাম মুখে নিচ্ছেন না। এনিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিন ত্রিপুরায় ব্যস্ত দিনের শুরুতেই ত্রিপুরেশ্বরী মন্দিরে যান অমিত শাহ। পুরোহিতের হাত থেকে ফুল নিয়ে পুজো দেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। তারপরে সেখান থেকেই রওনা দেন তাঁর পরবর্তী দুই গন্তব্যের উদ্দেশ্যে।
রবিবার বিজেপির ‘বিজয় সঙ্কল্প’ যাত্রার দুটি সভা করেন শাহ। দুপুর ১২টায় সভা করেন চণ্ডীপুরে। চণ্ডীপুরের সভা থেকে ত্রিপুরার বিরোধী রাজনৈতিক দলগুলিকে একের পর এক তোপ দাগতে দেখা যায় অমিত শাহকে। তবে প্রধানমন্ত্রীর মতোই, শাহের মুখেও উঠে আসেনি তৃণমূলের নাম। তাঁর আক্রমণের পুরোটাই সিপিএম এবং কংগ্রেসকে। বলেন, “ত্রিপুরার উন্নয়ন বামেরা করতে পারবেন না। ত্রিপুরার উন্নয়ন কংগ্রেসও করতে পারবে না। তিপ্রামোথা কিছুই করতে পারবে না।”