মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeপশ্চিমবঙ্গBasirhat Accident: ভয়াবহ পথ দুর্ঘটনায় সাত শ্রমিকের একসঙ্গে মৃত্যু, বসিরহাটের গ্রামে বুক...

Basirhat Accident: ভয়াবহ পথ দুর্ঘটনায় সাত শ্রমিকের একসঙ্গে মৃত্যু, বসিরহাটের গ্রামে বুক ফাটা কান্না

- Advertisement -

বারাসত: মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৭ জন শ্রমিকের একসঙ্গে মৃত্যু হল। ঘটনাস্থল ওড়িশার জাজপুর। কিন্তু ওই শ্রমিকরা আদতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাটের (Basirhat Accident) বাসিন্দা। বসিরহাটের মাটিয়া থানার ধান‍্যকুড়িয়া গ্রামপঞ্চায়েতের নেহালপুর সর্দারপাড়াতে তাঁদের বাড়ি।

কাজের সূত্রে ওড়িশায় গিয়েছিলেন। আর সেখানেই মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়ে একইসঙ্গে মৃত্যু ঘটল ৭ জনের। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনার কারণ খোঁজা শুরু হয়েছে। পিছন থেকে ডাম্পারটি এসে সজোরে ধাক্কা মারায় এমন মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তদন্ত শুরু করেছে ধর্মশালার পুলিশ। 

এই পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর সর্দারপাড়ায় পৌঁছতেই গোটা গ্রাম যেন শোকে পাথর হয়ে গিয়েছে। বুক ফাটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে বাড়িগুলি থেকে। নিহতদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।

নিহতরা হলেন, আমজাদ আলি সর্দার (২৮), জাহাঙ্গির সর্দার (৪০), করিম সর্দার (২৫), আমিরুল সর্দার (২৬), আরিফ সর্দার (২৬), টিঙ্কু সর্দার (৩০), সুরজ সর্দার (৪৯)। সুরজ গাড়ির চালক ছিলেন।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে একটি চার চাকা গাড়িতে করে রওনা দেন ওই ৭জন শ্রমিক। পোলট্রি ফার্মে কাজের জন্য যাচ্ছিলেন তাঁরা।

আজ, শনিবার ভোর ৪টে নাগাদ ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা থানার চণ্ডীপুরে জাতীয় সড়কে গাড়ির মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন ওই ৭ জন। তখন পিছন থেকে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে। দুমড়েমুচড়ে যায় গাড়িটি।

স্থানীয়রাই দ্রুত ওই ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাতজনকেই মৃত বলে ঘোষণা করেন।সামনে দোল। টানা তিনদিন একসঙ্গে কাজ করে ৯০০ টাকা নিয়ে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু মানুষগুলোর বদলে ঘরে ফিরল তাঁদের দেহ।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর