কলকাতা – প্রকাশিত হল ২০২২ সালের প্রাথমিক টেটের চূড়ান্ত ‘অ্যানসার কি’। প্রার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org থেকে প্রার্থীরা সেই চূড়ান্ত উত্তরপত্র বা ‘ফাইনাল অ্যানসার কি’ দেখতে পারবেন।
বৃহস্পতিবার পর্ষদের তরফে জানানো হয়েছে, বিশেষজ্ঞ কমিটির পরামর্শের ভিত্তিতে ‘চূড়ান্ত অ্যানসার কি’ তৈরি করা হয়েছে। প্রাথমিক উত্তরপত্রের যে সব প্রশ্ন নিয়ে প্রার্থীরা চ্যালেঞ্জ করেছিল, তা খতিয়ে দেখে চূড়ান্ত ‘অ্যানসার কি’ প্রকাশিত হয়েছে। ওই উত্তরপত্রের ভিত্তিতেই প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করা হবে। এরপর ‘অ্যানসার কি’ নিয়ে আর কোনও অভিযোগ তোলা যাবে না। যে প্রার্থীদের চ্যালেঞ্জ মেনে নিয়েছে বিশেষজ্ঞ কমিটি, NEFT-র মাধ্যমে তাঁদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।
কীভাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক টেটের ‘ফাইনাল অ্যানসার কি’ দেখতে হবে?
১) প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org-তে যেতে হবে।
২) একটি নয়া পেজ খুলে যাবে। হোমপেজের ডানদিকে ‘NOTICE: FINAL ANSWER KEYS OF TET-2022’ আছে। ওই লিঙ্কে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৩) নয়া একটি পিডিএফ খুলে যাবে। ওই পিডিএফেই ২০২২ সালের প্রাথমিক টেটের চূড়ান্ত উত্তরপত্র বা ‘ফাইনাল অ্যানসার কি’ আছে।
৪) ওই পিডিএফ ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের। তারপর নিজের ‘Question Booklet Code’-র নম্বর মিলিয়ে সংশ্লিষ্ট প্রার্থীকে নিজের ‘অ্যানসার কি’ দেখতে হবে। তা থেকেই বুঝতে পারবেন যে প্রাথমিক টেটে আপনি কত নম্বর পাবেন।