নয়া দিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার মতই ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার (DA Case) শুনানি। আগামী ১৫ মার্চ বাংলার ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আগাম বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ১৫ ও ১৬ মার্চ অন্যান্য বাকি থাকা মামলার শুনবে সুপ্রিম কোর্ট। সে সব মামলা শেষেই শোনা হবে রাজ্যের ডিএ মামলা। ফলে ফের অপেক্ষা বাড়ল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের।
যেহেতু দেশের সর্বোচ্চ আদালতের তরফে এখনও স্পষ্ট করে ডিএ মামলার (DA Case) পরবর্তী শুনানির দিন জানানো হয়নি, সুতরাং কবে বকেয়া ডিএ বিতর্ক কাটবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। তবে আন্দোলনকারীরা এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে ফের পিটিশন দাখিল করতে পারেন বলে জানা যাচ্ছে।
এদিকে, রবিবার রাজভবনে যায় আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি দল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে আধ ঘণ্টা কথা বলে বেরিয়ে যান তাঁরা। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও ত্রিপাক্ষিক বৈঠকের আবেদনও জানান তাঁরা।
পরে আন্দোলনকারীরা জানান, রাজ্যপাল তাঁদের দাবির সঙ্গে সহমত। রাজ্যপাল মধ্যস্থতা করে ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করবেন। তাঁরা চান সম্মানজনক সমাধান। তবে সরকারের কাছ থেকে কোনও বার্তা না পর্যন্ত আন্দোলন-অনশন করবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।
সম্প্রতি ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাকও দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এখনও শহিদ মিনারে মঞ্চ তৈরি করে ধর্নায় বসেছেন সরকারি কর্মীদের একাংশ। বাংলার রাজ্যপাল এই ধর্না তুলে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার কথা বলেন।
প্রসঙ্গত, রাজ্যে বকেয়া ডিএ-র দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। তাঁদের দাবি, কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদেরও। আর বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।