Homeপশ্চিমবঙ্গNorth Bengal News: মালদহে তৃণমূল নেতার বাড়ি এবং মিল ‘সিল’

North Bengal News: মালদহে তৃণমূল নেতার বাড়ি এবং মিল ‘সিল’

- Advertisement -

মালদহ – ব্যাঙ্ক থেকে নেওয়া লোন পরিশোধ করতে না পাড়ায় তৃণমূল নেতার বাড়ি এবং কারখানা ‘সিল’ করে দিয়ে গেলেন কর্তৃপক্ষ। শুক্রবার এ নিয়ে শোরগোল মালদহের রতুয়ার গোবরজনা এলাকায়। গোবরজনার তৃণমূল নেতা তপন মণ্ডল আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ২০০৮ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র থেকে ৩৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি।

অভিযোগ, ১৪ বছর কেটে যাওয়ার গিয়েছে। তিনি ওই ঋণ আর পরিশোধ করেননি। অবশেষে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এসবিআইয়ের আধিকারিকেরা ওই তৃণমূল নেতার বাড়ি এবং মুড়ির কল সিল করে দিয়েছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাচ্ছেন, আইনি নির্দেশ মেনেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যাঙ্কের তরফে এক কর্তা বলেন, ‘‘আগামী সময়ে আইনি পথে যা নির্দেশ হবে, সে মতোই পদক্ষেপ করা হবে।’’

এ নিয়ে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূল রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। কেউ ব্যক্তিগত ভাবে লোন নিয়ে শোধ করতে পারেননি বলে ব্যাঙ্ক সম্পত্তি ক্রোক করেছে।’’

অন্য দিকে, এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির অভিযোগ, ‘‘১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যেরা ব্যবসা-বাণিজ্য বাড়িয়েছেন। এখন ওই সব টাকায় ঋণও শোধ করছেন।’’

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -