মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
HomeবিদেশImran Khan: জেল যাওয়ার হাত থেকে আপাতত বাঁচলেন ইমরান খান, পেলেন ৫দিনের...

Imran Khan: জেল যাওয়ার হাত থেকে আপাতত বাঁচলেন ইমরান খান, পেলেন ৫দিনের রক্ষাকবচ

- Advertisement -

ইসলামাবাদ: আপাতত জেল যাওয়া থেকে রক্ষা পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। প্রত্যাশামতই ইমরান খানকে ‘রক্ষাকবচ’ দিল ইসলামাবাদ হাই কোর্ট। আদালতের তরফে ১৩ মার্চ পর্যন্ত ইমরান খানের (Imran Khan) অ-জামিনযোগ্য পরোয়ানার ওপর স্থগিতাদেশ দিয়েছে।

গত কয়েকদিন ধরেই পাকিস্তানে ইমরান খানের (Imran Khan) গ্রেফতারি নিয়ে নাটক চলছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ইমরান খান বিদেশ থেকে পাওয়া দামি দামি উপহারগুলি বিক্রি করায় তাঁর বিরুদ্ধে দেশের সম্পত্তি অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে।

কিন্তু সেই মামলায় ইমরান খানকে সেশন কোর্ট চার চারবার ডেকে পাঠালেও তিনি হাজিরা দেননি। হাজিরা না দেওয়ায় শেষপর্যন্ত, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু তাঁকে গ্রেফতার করতে লাহোরের বাড়িতে পুলিশ উপস্থিত হলে, পায়ের চটিজুতো ছেড়েই নিখোঁজ হয়ে যান ইমরান।

তারপরই মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টের ইমরান খানের আইনজীবী আদালতে হাজিরার জন্য ৪ সপ্তাহের সময় চান। কিন্তু ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক সেই আর্জি খারিজ করে জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান যেন আগামী ১৩ মার্চ জেলা ও সেশন কোর্টে হাজিরা দেন। তার আগে তাঁকে গ্রেফতার করা যাবে না।

এদিকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাউন্সিল শের আফজল মারওয়াত জানিয়েছেন, ইমরান খান অসুস্থ এবং ওয়াজিরাবাদে তাঁর উপরে গুলি চলার ঘটনার পর থেকে নিরাপত্তায় ঝুঁকি তৈরি হয়েছে। তিনি আরও জানান, পিটিআই প্রধানের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। 

প্রসঙ্গত, এই মুহূর্তে পাকিস্তানের আর্থিক দুরবস্থা চলছে। সেই সঙ্গে দেশের রাজনীতিতে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ইমরান অবিলম্বে ভোট করানোর দাবি তুলেছেন। কিন্তু পাকিস্তানের শেহবাজ শরিফের সরকার তাতে মোটেও কর্ণপাত করছে না। এদিকে পাকফৌজ ইমরান খানের প্রধানমন্ত্রীর কুর্সি ছিনিয়ে নেওয়ায় তিনি প্রাক্তন পাকসেনা প্রধান জেনারেল বাজওয়ার প্রতি অন্তর্ঘাতের অভিযোগ এনেছেন।

এই পরিস্থিতিতে পাকিস্তান যাতে দেউলিয়া না হয়ে যায় সেজন্য আইএমএফের কাছে বকেয়া কিস্তির জন্য আর্জি জানিয়ে হা-পিত্যেশ করে বসে রয়েছে শেহবাজ শরিফের সরকার। তারই মাঝে ইমরান খান আদালতের সঙ্গে লুকোচুরি খেলা শুরু করেছেন।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর