মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeখবরফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত্যু অন্তত ১৬ জনের, আহত আরও...

ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত্যু অন্তত ১৬ জনের, আহত আরও অনেকে

- Advertisement -

ইসলামাবাদ – ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। শনিবার সকাল ১০টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বালুচিস্তান প্রদেশে। বালুচিস্তানের কোয়েটা রেলস্টেশনে। ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩০। পুলিশের প্রাথমিক অনুমান, এটাও আত্মঘাতী বিস্ফোরণ। তবে কে বা কারা বিস্ফোরণের নেপথ্যে জড়িত তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও সংগঠনই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার সকালে কোয়েটার রেলস্টেশন এলাকা আচমকাই কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। তখন স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ছাড়ার আগে ট্রেনে ওঠার জন্য যাত্রীরা হুড়োহুড়ি করছিলেন। সে সময়ই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

কোয়েটার এসএসপি মহম্মদ বালোচ জানিয়েছেন, ঘটনার সময় স্টেশনে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের সদস্যেরা। রয়েছে পুলিশ এবং অন্য বাহিনীও। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বালোচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন বন্ব স্কোয়াডের সদস্যেরা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বালুচিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ স্কুলপড়ুয়া-সহ সাত জনের মৃত্যু হয়েছিল। বালুচিস্তান প্রদেশের মাসতাং এলাকায় ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, রাস্তার পাশে একটি মোটারসাইকেলে রাখা বোমা বিস্ফোরণ হয়। পুলিশ তদন্তে জানতে পারে, দূর থেকে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বিস্ফোরণ ঘটল বালুচিস্তানে।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর