মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeখেলাআগামী বছরের আইপিএল কবে শুরু, জানিয়ে দিল বোর্ড, আগামী তিন বছরের তারিখ...

আগামী বছরের আইপিএল কবে শুরু, জানিয়ে দিল বোর্ড, আগামী তিন বছরের তারিখ ঘোষিত

- Advertisement -

স্পোর্টস ডেস্ক – খেলোয়াড়দের নিলাম শুরুর ঠিক দু’দিন আগে আইপিএলের ৩ বছরের সময়সূচি ঘোষণা করল বোর্ড। আগামী বছর আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের দিন জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ফাইনালের দিনও। আগামী বছর আইপিএলের ফাইনাল হবে ২৫ মে।

এর আগে কখনও তিন বছরের আইপিএলের দিন একসঙ্গে ঘোষণা করেনি বোর্ড। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই দিন ঘোষণার কোনও কারণ যদিও কিছু জানায়নি তারা। আগামী মাসেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসবেন। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে আর মাত্র কয়েক দিন রয়েছেন জয়। তার আগে আগামী তিন বছরের আইপিএলের দিন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

২০২৬ এবং ২০২৭-এর আইপিএল

২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনাল ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনালগুলি রবিবার দেখে রাখা হয়েছে। আগামী তিন বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজগুলিও সেই ভাবে রাখা যাবে।

কেন একসঙ্গে ৩ বছরের আইপিএল সময়সূচি

কিন্তু এখন প্রশ্ন উঠছে শুধু এক কেন একেবারে তিন বছরেরই আইপিএলের দিন ঠিক করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর নেপথ্যে উঠে আসছে বিদেশী ক্রিকেটারদের অংশগ্রহণের কথাই। চলতি আইপিএলের নিলাম এর আগেই একাধিক বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন। আগামী মরশুমে যাতে বিদেশী ক্রিকেটাররা আরও বেশি করে আইপিএলে অংশ নিতে পারেন এবং কবে খেলা হবে সেটা নিয়ে যাতে তাদের সম্পূর্ণ ধারণা থাকে সেই ব্যবস্থা করে রাখছে বিসিসি্আই। একেবারে তিন মরশুমের আইপিএল দের দিনক্ষণ ঠিক করে ফেলেছে বিসিসিআই।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর