মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeবিদেশনয়াদিল্লির চাপের মুখে ‘ইউটার্ন’ নিতে বাধ্য হল কানাডার ট্রুডোর সরকার, দিল প্রকাশ্য...

নয়াদিল্লির চাপের মুখে ‘ইউটার্ন’ নিতে বাধ্য হল কানাডার ট্রুডোর সরকার, দিল প্রকাশ্য বিবৃতি

- Advertisement -

নয়াদিল্লি – খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ‘ইউটার্ন’ নিতে বাধ্য হল কানাডার ট্রুডো সরকার। শেষমেষ বলতে বাধ্য হল, এই ঘটনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা তাঁর সরকারের কেউ জড়িত নয়।

এর আগে কানাডার সংবাদমাধ্যম দাবি করেছিল, নিজ্জরকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সেই ছকের কথা জানানো হয়েছিল।

বৃহস্পতিবার কানাডার বিভিন্ন সংবাদমাধ্যম কানাডা পুলিশের ‘ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম’ (আইএইচআইটি)-এর সূত্র উদ্ধৃত করে আরও একবার জানিয়েছিল, খলিস্তানি জঙ্গিদের হত্যা করার ষড়যন্ত্রের কথা জানতেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরেই নয়াদিল্লির তরফে প্রকাশিত রিপোর্টের বিরোধিতা করা হয়।

কিন্তু ভারতের চাপের মুখে পড়ে কানাডার সংবাদমাধ্যমে প্রকাশিত সেই রিপোর্ট খারিজ করতে বাধ্য হল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার। শুক্রবার ট্রুডো সরকার রীতিমতো বিবৃতি জারি করে বলেছে, ‘‘খলিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিংহ নিজ্জর হত্যা-সহ কানাডায় কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের যুক্ত করার কোনও প্রমাণ নেই।’’

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর কানাডা সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছিল, নিজ্জর হত্যাকাণ্ডে যাঁদের স্বার্থ জড়িত, সেই তালিকায় কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মা রয়েছেন। এর পরেই সঞ্জয়-সহ কয়েক জন কূটনীতিককে দেশে ফেরত আনা হয়।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর