Homeনর্থ-ইস্টManik Saha: মোদী-শাহদের উপস্থিতিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন মানিক সাহা

Manik Saha: মোদী-শাহদের উপস্থিতিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন মানিক সাহা

- Advertisement -

আগরতলা: বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় বারের জন্য শপথ নিলেন ‘দাঁতের ডাক্তার’ ডা মানিক সাহা (Manik Saha)। শপথগ্রহণ অনুষ্ঠান হল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, বিজেপি সভাপতি জেপি নড্ডা এবং বিজেপির শীর্ষস্থানীয় অন্য নেতারা। তবে শপথগ্রহণ বয়কট করল সিপিএম এবং কংগ্রেস।

ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ঠিক ১০ মাস আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানিক সাহা (Manik Saha)। পেশায় তিনি দাঁতের ডাক্তার। পটনার সরকারি ডেন্টাল কলেজ ও লখনউয়ের কিং জর্জ মেডিকেল কলেজ থেকে তিনি ডেন্টাল সার্জারিতে মাস্টার ডিগ্রি পেয়েছিলেন। বিগত দিনে ত্রিপুরা মেডিক্যাল কলেজে ডেন্টাল সার্জারির প্রফেসর হিসাবেও কর্মরত ছিলেন। আগরতলায় ডা বিআরএএম টিচিং হাসপাতালেও শিক্ষকতা করতেন তিনি।

আসন এবং ভোট শতাংশ কমলেও ৩২টি আসন পেয়ে আরও এক বারের জন্য ত্রিপুরায় ক্ষমতায় এসেছে বিজেপি। ২০১৮ সালে দীর্ঘ বামশাসনের অবসান ঘটিয়ে আগরতলার কুর্সি দখল করার পর বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। তবে নানা বিতর্কের মুখে ভোটের কিছু মাস আগে বিপ্লবকে সরিয়ে মানিককে (Manik Saha) মুখ্যমন্ত্রী করা হয়েছিল।

মানিক সাহা ২০১৬ সালে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলের রাজ্য সভাপতি পদে বেশ কয়েকদিন ছিলেন তিনি। তিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতি। এহেন উচ্চশিক্ষিত মানিক সাহা আগরতলার বিবেকানন্দ গ্রাউন্ডে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন।

বিজেপি সূত্রের খবর, বুধবারই মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন ৮ জন বিধায়ক। বিধানসভা নির্বাচনে বিজেপির জোটসঙ্গী আইপিএফটি শোচনীয় ফলাফল করলেও তাদের একমাত্র বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দিতে চাইছে বিজেপি। এর পাশাপাশি ৩টি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব এখনই কোনও বিধায়ককে দিতে চায় না পদ্মশিবির।

বিজেপির একটি অংশের দাবি, তিপ্রা মথা প্রধান প্রদ্যোৎ মাণিক্য দেববর্মার সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক পর্বের আলোচনা ভেস্তে গেলেও ত্রিপুরার শাসকদলের আশা, বিজেপির সঙ্গে হাত মেলাবেন উপজাতিদের ‘মহারাজা’। সে ক্ষেত্রে ওই ৩টি দফতরের দায়িত্ব যেতে পারে তিপ্রা মথার কাছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের আগে ত্রিপুরায় কোনও বিধানসভা আসন জেতেনি বিজেপি। তবে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বাম জমানায় ইতি টেনে গেরুয়া শাসন শুরু হয় সেই রাজ্যে। তবে তাল কাটে মাঝপথে। এই আবহে ২০২২ সালে সেই রাজ্যের পুরভোটের পর প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থেকে গদি বাঁচাতে মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি। বিপ্লব দেবের স্থানে মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -