মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024
Homeপশ্চিমবঙ্গTapas Mandal: এবার গ্রেফতার তাপস মণ্ডল, নিয়োগ দুর্নীতিতে তিনি মানিক-ঘনিষ্ঠ বলে পরিচিত

Tapas Mandal: এবার গ্রেফতার তাপস মণ্ডল, নিয়োগ দুর্নীতিতে তিনি মানিক-ঘনিষ্ঠ বলে পরিচিত

- Advertisement -

কলকাতা: তাঁর তথ্য-প্রমাণের ভিত্তিতে একের পর এক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেফতার করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই তাপস মণ্ডলকেও (Tapas Mandal) গ্রেফতার করল সিবিআই। তাপস মণ্ডল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাপসকে রবিবার দুপুরেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় ঘণ্টা তিনেক জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর রবিবার বিকেলে তাঁকে মেডিক্যাল চেক আপের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার অবশ্য তাপস ছাড়াও সিবিআই গ্রেফতার করেছে নিয়োগ মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে।

তাপস তদন্তকারীদের বলেছিলেন, তাঁর অফিস থেকে টাকা নিয়ে এজেন্টরা পৌঁছে দিতেন কুন্তলের কাছে। পরে কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে চাকরি প্রার্থীদের ওএমআর শিটের কপিও উদ্ধার করেন তদন্তকারীরা। তবে কুন্তল ছাড়াও নিয়োগ মামলায় টাকা লেনদেনে যুক্ত গোপাল দলপতির সন্ধানও তদন্তকারীদের দিয়েছিলেন তাপসই। তাপসকে জেরা করেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বৃহত্তর চক্রের সন্ধান পান নিয়োগ মামলার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি।

নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনের চক্রে তাপসের কথাতেই জানা গিয়েছিল নীলাদ্রির নামও। নীলাদ্রি এই তাপসের কথাতেই কুন্তলের থাকা টাকা চান। কুন্তলের থেকে তিনি দু’দফায় ৬ লক্ষ টাকা পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন নীলাদ্রি। এছাড়াও বছর খানেক আগে নীলাদ্রি দু’জন চাকরিপ্রার্থীর থেকে দু’লক্ষ টাকা নিয়ে গোপালকে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন। পরে সেই টাকা ফেরৎ দিয়ে দেন বলেও দাবি করেন। রবিবার বিকেল ৫টা নাগাদ তাপস এবং নীলাদ্রি— দু’জনকেই গ্রেফতার করেছে সিবিআই।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর