কলকাতা – ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খেলা ঘুরে গেল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান দেখতে চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও অভিষেক-সহ ওই কোম্পানির সকল ডিরেক্টরের সম্পত্তির পরিমাণ জানাতে হবে। এবং সেই রিপোর্ট ২১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে।
পাশাপাশি বিচারপতি সিনহা এদিন আরও জানান, নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে যে সকল টলিউডের অভিনেতা এবং অভিনেত্রীর নাম উঠে এসেছে, তা নিয়ে ইডিকে রিপোর্ট দিতে হবে। জানাতে হবে ওই সব অভিনেতার নাম এবং তাঁদের সম্পত্তির বিবরণ।
বুধবারই প্রায় ৯ ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই জিজ্ঞাসাবাদে বারবার লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথা উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। তদন্ত আধিকারিকরা যে তাঁকে লিপস অ্যান্ড বাউন্ডসের একটি লেন-দেনের বিষয়ে জিজ্ঞাসা করেছে, সেকথা স্বীকার করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই সময়েই তিনি আদালতের বিরুদ্ধে প্রছন্ন হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘আমি চাইব ইডি এই জিজ্ঞাসাবাদের রেকর্ড আদালতের সামনে পেশ করবে।’’
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আসলে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডিকে যেভাবে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইওকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে, সেটা মন থেকে মেনে নিতে পারেন নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেননা, এরই মধ্যে তিনি ইডির জিজ্ঞাসাবাদ এড়াতে কলকাতা হাই কোর্টেই অপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা ঠুকে বসে রয়েছেন। সেই মামলায় বিচারপতি রায়দান স্থগিত রেখেছে। তারইমধ্যে কুন্তল ঘোষের চিঠি মামলায় যেভাবে বিচারপতি অমৃতা সিনহা ইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদের আদেশ দেন, তাতে কিছুটা হলেও তৃণমূলের নাম্বার টু বিপাকে পড়ে যায়।
সেই মামলারই বৃহস্পতিবার শুনানিতে ইডির কাছে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার পাঁচটি বিষয় জানতে চেয়ে নতুন আদেশ দিয়ে বসলেন বিচারপতি সিনহা। সংস্থার সিইও অভিষেকের সম্পত্তির খতিয়ানের পাশাপাশি তিনি এদিন সংস্থার সকল ডিরেক্টরের সম্পত্তির পরিমাণ নিয়েও ইডিকে রিপোর্ট তৈরির আদেশ দেন। ইডি সূত্রে খবর, সংস্থার ডিরেক্টরের তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের পরিবারের বেশ কয়েক জন। এই সংস্থাতেই আগে ডিরেক্টর ছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। বৃহস্পতিবার বিচারপতি সিংহ আরও জানান, সংস্থার সব সদস্যের সম্পত্তির বিবরণ দিতে হবে। সংস্থার সংগঠনের স্মারকলিপি জমা করতে হবে ইডিকে। সংস্থার নথিভুক্তকরণের (রেজিস্ট্রেশন) তারিখ জানাতে হবে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ওরফে ‘কালীঘাটের কাকু’। এর পরেই ইডির আতশকাচে আসে তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস। সেই সংস্থার দফতরে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। ইডির আধিকারিকদের সূত্রে খবর, তল্লাশির পর সংস্থার বেশ কিছু নথি তাঁদের হাতে এসেছে। সুজয়ের সংস্থা এসডি এন্টারপ্রাইজের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের লেনদেনের প্রমাণ গোয়েন্দারা পেয়েছেন বলে দাবি।