Homeনর্থ-ইস্টAbhishek Banerjee: ফল ঘোষণার আগেই ত্রিপুরায় বিজেপি বিরোধী জোটকে সমর্থন করার ইঙ্গিত...

Abhishek Banerjee: ফল ঘোষণার আগেই ত্রিপুরায় বিজেপি বিরোধী জোটকে সমর্থন করার ইঙ্গিত অভিষেকের

- Advertisement -

আগরতলা: ত্রিপুরা অথবা মেঘালয়— যে কোনও একটি রাজ্যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করেই ছাড়বেন! রবিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাগরদিঘির সভায় গিয়ে এমনই কথা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, ‘‘কথা দিয়ে যাচ্ছি, ত্রিপুরা, মেঘালয়ের মধ্যে যে কোনও একটি রাজ্যে বিজেপি সরকারকে উৎখাত করেই ছাড়ব।’’ দু’টি রাজ্যের কুর্সিই বিজেপির দখলে। এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন, ‘‘তৃণমূলের হাত শক্তিশালী করতে হবে। বাংলার মাটিতে এখন আর তৃণমূল সীমিত নেই। আমরা ত্রিপুরা, মেঘালয়ে নির্বাচনে লড়ছি।’’ এর পরই বিজেপিকে উৎখাত করার কথা বলেন তিনি।

সম্প্রতি ত্রিপুরা বিধানসভার ভোট হয়েছে। ফল ঘোষণা হবে ২ মার্চ। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ২৬টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। অন্যদিকে, মেঘালয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভাল ফল করবে প্রচারে এই বার্তা বারবার দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। মেঘালয়ে কংগ্রেস থেকে একাধিক নেতা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এই অবস্থায় অভিষেক ব্যানার্জীর দাবি, উত্তর-পূর্ব ভারতের এই দুই রাজ্যের মধ্যে একটি তৃণমূলের দখলে আসবে।

তবে অভিষেক যাই দাবি করুন না কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বার ত্রিপুরায় ‘কিং মেকার’ হয়ে উঠতে পারে ত্রিপুরার রাজ পরিবারের বংশধর প্রদ্যোতবিক্রম মাণিক্য দেববর্মনের দল তিপ্রা মথা। প্রদ্যোত দাবি করেছেন, কোনও শিবিরই গরিষ্ঠতা পাবে না। শেষমেশ যদি কোনও দল যদি গরিষ্ঠতা না পায়, তা হলে নির্বাচনের ফল প্রকাশের পর সরকার গঠনের প্রক্রিয়ায় তুরুপের তাস হতে পারে তিপ্রা মথা। ফলাফল নিরঙ্কুশ হলে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে জোট প্রক্রিয়ায় কি তৃণমূলও অংশ নিতে পারে? রবিবার সেই ইঙ্গিতই ধরা পড়েছে অভিষেকের গলায়।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -