কলকাতা – শেষ পর্যন্ত খেলা দেখাল একটি ছোট্ট ‘চিরকুট’। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সবে বাজেট ভাষণ শেষ করবেন করবেন করেছেন। আর ঠিক সেই সময়েই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে একটি চিরকুট বাড়িয়ে দিলেন। সেই চিরকুট অরূপ বিশ্বাস তুলে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্যর হাতে। চন্দ্রিমা বাজেট ভাষণের কপিটি টেবিলে রাখলেন। চিরকুট হাতে নিয়ে খুললেন। তারপর পড়তে শুরু করলেন। জানালেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে’র নির্দেশে আগামী মার্চ মাস থেকে অতিরিক্ত ৩ শতাংশ হারে ডিএ দেবে রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। অর্থাৎ, চিরকুটেই রাজ্য সরকারী কর্মচারিদের জন্য এই ৩ শতাংশ ডিএ‘র কথা লেখা ছিল।
বকেয়া ডিএ নিয়ে এমনিতেই চাপে রয়েছে রাজ্য সরকার। বকেয়া না পেলে নির্বাচনের কাজে যাবেন না বলে নবান্ন এবং নির্বাচন কমিশনকে মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তার পরের দিনই রাজ্য সরকার অতিরিক্ত ডিএ ঘোষণা করে দিল। কিন্তু সরকারি কর্মচারী সংগঠনগুলির যা দাবি, তার ধারে-কাছেও এদিন ঘেঁষতে দেখা গেল না রাজ্য সরকারকে। সরকারি কর্মচারীরা তাঁদের ৩৫ শতাংশ বকেয়া ডিএ দাবি করছেন। কিন্তু এদিন ঘোষণা করা হল মোটে ৩ শতাংশ। তারমানে ৩২ শতাংশ ডিএ এখনও বকেয়া রইল। এখানেও জট আছে, এদিন চন্দ্রিমা ভট্টাচার্য যে ডিএ ঘোষণা করলেন সেটা বকেয়া না কি অন্যকিছু – সেটা স্পষ্ট করেন নি। তিনি শুধু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী মার্চ মাস থেকে ৩ শতাংশ ডিএ লাগু করা হবে।’’ সুতরাং পুরনো বকেয়ার কী হবে, সেই ডিএ কবে পাওয়া যাবে কেউ জানেন না। কেননা, রাজ্যের এখন ভাঁড়ে মা ভবানী দশা। আর এখানেই প্রশ্ন উঠছে, ৩ শতাংশ ডিএ‘র ঘোষণা, তাও আবার আগামী মার্চ মাস থেকে – আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগঠনগুলি মেনে নেবে কি?
প্রসঙ্গত, ডিএ-র দাবি নিয়ে আদালতেও চলছে লড়াই। সুপ্রিম কোর্টে ডিএ মামলা এখনও বিচারাধীন। আগামী ১৫ মার্চ মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা। এ সবের মধ্যে মন্দের ভাল ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করে আপাতত সরকারি কর্মচারীদের শান্ত করার চেষ্টা করল রাজ্য সরকার।