ইউটিউবে (YouTube Video) ভুয়ো ভিডিও দিয়ে শেয়ার বাজার থেকে লাখ লাখ টাকা লাভ করেছেন বলিউডের ‘মুন্নাভাই’ এর ‘সার্কিট’ বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি (Arshad Warsi) ও তাঁর স্ত্রী মারিয়া গোরেটি। এমনই অভিযোগের ভিত্তিতে ভারতীয় শেয়ার বাজারে আরশাদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি SEBI। এছাড়াও সাধনা ব্রডকাস্টের মালিকসহ মোট ৩১টি সংস্থাকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে খবর।
ঘটনা ঠিক কী ঘটেছে
জানা গিয়েছে, শেয়ার বাজার থেকে মুনাফা লুটতে বেশকিছু ভুয়ো ভিডিও ইউটিউবে (YouTube Video) আপলোড করা হয়েছিল। ভিডিও গুলিতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে শেয়ারের দাম বাড়ানো হয়েছিল। এই করে প্রায় ৪১.৮৫ কোটি টাকার অবৈধ মুনাফা করা হয়েছে। আরশাদ ওয়ারসি (Arshad Warsi) এর মাধ্যমে প্রায় ২৯.৪৩ লক্ষ টাকার মুনাফা করেছিলেন। এবং তাঁর স্ত্রী ৩৭.৫৬ লক্ষ টাকা মুনাফা করেছেন। কিছুদিন আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র কাছে এই জাতীয় প্রচারের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ আসে। তারপর তদন্তের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী করে ধরা পড়লেন আরশাদ ওয়ারসি (Arshad Warsi)
২০২২ সালের জুলাই মাসেই সাধনা সম্পর্কে মিথ্যা এবং বিভ্রান্তিকর ভিডিয়ো আপলোড করা হয়েছিল ইউটিউবে। দুই ইউটিউব চ্যানেলের নাম ‘দ্য অ্যাডভাইজার’ এবং ‘মানিওয়াইজ’।
এই ইউটিউব ভিডিয়োয় শেয়ারে মালমাল মুনাফা করার জন্য বিনিয়োগকারীদের সাধনার স্টক কেনার সুপারিশ করা হয়। SEBI জানিয়েছে, এভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর খবর প্রচার করে সংস্থা।
এই ইউটিউব ভিডিয়োগুলি প্রকাশের পরেই, সাধনার স্ক্রিপের দাম এবং ট্রেডিং ভলিউম বৃদ্ধি পায়। বিপুল সংখ্যক খুচরা বিনিয়োগকারীই বেশিরভাগ শেয়ার কিনেছিলেন। অর্থাত্, ভিডিয়ো দেখে প্রভাবিত হয়ে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী এই শেয়ারে টাকা রাখতে শুরু করেন।
একসঙ্গে অনেকে শেয়ার কিনতে থাকায় সাধানার দাম বেড়ে যায়। আর ঠিক সেই সময়েই সংস্থার বড়কর্তা, শেয়ারহোল্ডার, সাধনার উচ্চপদের কর্মী এবং ঘনিষ্ঠ শেয়ারহোল্ডাররা তাঁদের ভাগের শেয়ার হু-হু করে চড়া দামে বেচে ঘরে মুনাফার টাকা তুলে নেন।
অভিযোগ পাওয়ার পর গত বছর SEBI-র আধিকারিকরা এই বিষয়ে তদন্ত করেন। আর তাতে দেখা যায়, ২০২২ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে সাধনার স্ক্রীপের দাম এবং চাহিদা হঠাত্ করে বেড়ে গিয়েছিল।
আরশাদ (Arshad Warsi) ছাড়া আর কাকে নিষিদ্ধ করা হয়েছে
সংস্থার প্রতিষ্ঠাতা-মালিকদের সঙ্গে জড়িত থাকায় সিকিউরিটিজ মার্কেট থেকে শ্রেয়া গুপ্তা, গৌরব গুপ্তা, সৌরভ গুপ্তা, পূজা আগরওয়াল এবং বরুণ মিডিয়াকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও, ইউটিউব চ্যানেলগুলিতে বিভ্রান্তিকর ভিডিয়ো আপলোড করার পর থেকে করা ৪১.৮৫ কোটি টাকার মুনাফাও ‘অবৈধ’ বলে ঘোষণা এবং তা বাজেয়াপ্ত করা হয়েছে।