HomeখবরNachiketa Controvercy : সত্যিই কি নচিকেতা অসুস্থ, না কি দূরত্ব বাড়ছে তৃণমূলের...

Nachiketa Controvercy : সত্যিই কি নচিকেতা অসুস্থ, না কি দূরত্ব বাড়ছে তৃণমূলের সঙ্গে

- Advertisement -

কলকাতা – দিনকয়েক ধরেই বাজারে একটা খবর ঘুরছে। আর তা হল, ‘গুরুতর অসুস্থ নচিকেতা চক্রবর্তী’। এই অসুস্থতা নিয়ে খোদ ‘‘আগুনপাখি’’ নিজেই একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছিলেন। বলেছিলেন, রামপুরহাট যেহেতু অনেকটা দূর, তাই গাড়িতে করে এতটা পথ তাঁর পক্ষে যাওয়া অসুস্থ শরীরের জন্য চাপের কারণ হয়ে দাঁড়াবে। ব্যাস, আর যায় কোথায়। মিডিয়ায় রটে গেল, নচিকেতা গুরুতর অসুস্থ। এবং এই অসুস্থতার খবর এতটাই জোরালো হতে শুরু করল যে তাঁর পরিবার একেবারে ফোনে ফোনে অতিষ্ট হয়ে গেল। আর এতেই চটেছে নচিকেতার পরিবার।

কী বলছেন নচিকেতার মেয়ে

বাবার শরীর কেমন তা নিয়ে মুখ খোলেন মেয়ে ধানসিঁড়ি। তিনি নিজেও একজন গায়িকা। নচিকেতার প্রসঙ্গে বলতে গিয়ে ধানসিঁড়ি জানান, ‘বাবা সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন। আর এই সমস্যাটা অনেকদিনের। শীতে যা আরও বেড়ে যায়। টানা শোয়ের পর বাবার একটু বিশ্রামের প্রয়োজন ছিল। তাই সেইদিনটা অনুষ্ঠান করেনি। এই তো বুধবারই আবার গিয়েছে হলদিয়ায়।’

সঙ্গে খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা মোটেই কোনও গুরুতর শারীরিক সমস্যা নয়। একটা শো না করার কারণে মিথ্যে খবর রটানো হচ্ছে। খারাপ লাগে। আজকাল সোশ্যাল মিডিয়ার চক্করে এসব ভুয়ো খবর বেশি রটে। বিগত কয়েক দিনে অনেকেই বাবার খোঁজ নিচ্ছেন। আমাদের পরিবার এসবে খুবই অস্বস্তিতে পড়েছে।’

ততটা অসুস্থ নয় তাহলে কী অন্য গল্প

অনেকে আবার এমনটাও সন্দেহ করছেন, হয়তো শাসকদলের সঙ্গে আর বনিবনা হচ্ছে না জীবনমুখি গায়কের। এবার হয়তো তিনি থামতে চান। বরাবরই গানের মাধ্যমে সত্যিটা প্রকাশ্যে এনেছেন নচিকেতা। ইদানিং শাসকদলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগের কারণে নচিকেতার গানগুলি যেন বুমেরাং হয়ে যাচ্ছিল। নচিকেতা তৃণমূলের পিছন সারিতে কয়েক বছর আগেই চলে গেছেন। কিন্তু ডাকটা পড়লে এখনও না করেন না। সভ সমিতিতে, অনুষ্ঠানে গানটা গিয়ে গেয়ে আসেন। কিন্তু রামপুরহাটে অনুষ্ঠান করা নিয়ে না করলেন। আর এতেই শুরু হয়েছে জল্পনা।

ঠিক কী বলেছিলেন নচিকেতা অনুষ্ঠানে না যাওয়ার কারণ হিসেবে?

৪০ সেকেন্ডের ওই ভিডিয়ো পোস্ট করেছিলেন গায়ক। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। কারণ, এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি’। তিনি আরও যোগ করেন, ‘ডাক্তারবাবু আমাকে সেটা করতে নিষেধ করেছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমি কথা দিচ্ছি, পরের বার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের। কিন্তু, আমি পরে কম্পেনসেট করে দেব।’

মানে, ৩৫০ কিলোমিটার গাড়িতে যাওয়া, তারপর আবার শো করা, পুরো ব্যাপারটায় ডাক্তারের নিষেধ থাকার কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু মিডিয়ায় গল্পের গরু একেবারে গাছে চড়ে বসল। এমনভাবে খবর পেশ করা হল, যেন নচিকেতা হাসপাতালের ভ্যান্টিলেশনে চলে গেছেন। স্বাভাবিকভাবেই পরিবারের লোকেদের বিরক্ত হওয়ারই কথা।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -