কলকাতা – ভারতীয় রেলের স্টেশনগুলিকে আধুনিক মানের করে তুলতে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’ (amrit bharat station scheme) শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের আওতায় সারা দেশের মোট ১২৭৫টি স্টেশনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ‘অমৃত ভারত স্টেশন স্কিম’ (amrit bharat station scheme)-এর আওতায় পশ্চিমবঙ্গের ৯৪টি স্টেশনকেও আধুনিকীকরণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির আওতায় আনছে ভারতীয় রেল। এর মধ্যে রয়েছে মালদহ টাউন স্টেশন-সহ মালদহ ডিভিশনের ১৫টি রেলস্টেশন।
বাংলার কোন কোন স্টেশনের নাম রয়েছে?
বাংলার যেসব গুরুত্বপূর্ণ স্টেশন এই প্রকল্পের আওতায় এসেছে তার মধ্যে রয়েছে, আলিপুরদুয়ার জংশন, আলুয়াবাড়ি রোড, অন্ডাল জংশন, আসানসোল জংশন, আজিমগঞ্জ, বালি, ব্যান্ডেল জংশন, বনগাঁ জংশন, বাঁকুড়া, বর্ধমান, ব্যারাকপুর, বহরমপুর কোর্ট, বিষ্ণুপুর, বোলপুর শান্তিনিকেতন, চন্দননগর, ডালখোলা, ডানকুনি, ধুপগুড়ি, দিঘা, দিনহাটা, দমদম, হলদিয়া, হলদিবাড়ি, হাওড়া, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, ঝাড়গ্রাম, কল্যাণী জংশন, কাটোয়া জংশন, খাগড়াঘাট রোড, খড়্গপুর, কলকাতা, কৃষ্ণনগর সিটি, মালদহ টাউন, মালদহ কোর্ট, মেদিনীপুর, নবদ্বীপ ধাম, নৈহাটি, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, নিউ মাল জংশন, পাঁশকুড়া জংশন, পুরুলিয়া জংশন, শিয়ালদহ, শালিমার, শান্তিপুর, শেওড়াফুলি, সিউড়ি, তমলুক, তারকেশ্বর, উলবেড়িয়ার মতো আরও একাধিক স্টেশন।
রেলভবন কী জানিয়েছে?
রেলভবন সূত্রে খবর, স্টেশনের অবস্থান, স্টেশনের গুরুত্ব, স্টেশন ব্যবহার করে চলাচলকারী ট্রেন ও যাত্রী সংখ্যা – এমনই নানা বিষয় খতিয়ে দেখে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’(amrit bharat station scheme)-এ স্টেশন গুলিকে বাছাই করা হয়েছে। ইতিমধ্যেই এই উন্নয়নের কাজের জন্য বিভিন্ন জোন ভিত্তিক আর্থিক বরাদ্দও করেছে রেল। জানা গিয়েছে, অমৃত ভারত স্টেশন স্কীমে যেসব কাজ হবে তার মধ্যে রয়েছে স্টেশনের আধুনিকীকরণ, মান উন্নয়ন, স্টেশনের রক্ষণাবেক্ষণ। পাশাপাশি, যাত্রী স্বাচ্ছন্দ বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে এই প্রকল্পের আওতায়। সব মিলিয়ে উপকৃত হবেন এ রাজ্যের লক্ষ লক্ষ রেলযাত্রী।