মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeপশ্চিমবঙ্গ‘আমায় মারার চেষ্টা চলছে, মুখ খুললে সরকার পড়ে যাবে’ - সঞ্জয়ের পর...

‘আমায় মারার চেষ্টা চলছে, মুখ খুললে সরকার পড়ে যাবে’ – সঞ্জয়ের পর বিস্ফোরক বিকাশ

- Advertisement -

কলকাতা – দিন কয়েক আগেই বিস্ফোরক দাবি করতে দেখা গিয়েছিল আরজিকর মামলায় ধৃত সঞ্জয় রায়কে। এবার আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক মন্তব্য করলেন কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। তাঁর দাবি, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। তিনি যদি মুখ খোলেন তাহলে সরকার পড়ে যাবে। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে গিয়েছে। 

রবিবার বিকাশ মিশ্রকে আলিপুর আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামিকাল অর্থাৎ সোমবার তাঁকে পকসো আদালতে পেশ করা হবে। এদিন আদালত থেকে বেরনোর সময়ই বিস্ফোরক দাবি করেন বিকাশ। বলেন, তাঁকে মেরে ফেলার চক্রান্ত চলছে। তাঁর কথায়, “আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে।” 

কয়লা পাচারে অভিযুক্ত বিকাশ মিশ্রের বিরুদ্ধে ভাইঝি অর্থাৎ বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। বিনয়ের স্ত্রীর দাবি, তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। এর পরই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় বিকাশ মিশ্রকে।

উল্লেখ্য, কয়লা ও গরু পাচার দুটো মামলাতে দীর্ঘদিন আগেই নাম জড়ায় বিনয় মিশ্রের ভাই বিকাশের। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আপাতত জামিনে মুক্ত তিনি। তবে প্রতি সপ্তাহে হাজিরা দিতে যান সিবিআই দপ্তরে। এর মধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর