কলকাতা: হাই কোর্টের আদেশে চাকরি হারানো শিক্ষকদের খালি পদের জন্য নতুন ‘ওয়েটিং লিস্ট’ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ১৪৪৪ জনের নাম-সহ তালিকা গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে এসএসসি। কবে কাউন্সেলিং হবে তা দ্রুত জানানো হবে বলে জানানো হয়েছে এসএসসির তরফে। এর মধ্যে যদি কারও ওএমআর শিট টেম্পারিংয়ের ঘটনা ঘটে তাহলে হাই কোর্টের আদেশ মতোই পদক্ষেপ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
এসএসসি-র পক্ষ থেকে হাই কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, এসএসসি গ্রুপ ডি-তে মোট ২৮২৩ জনের নম্বর বাড়িয়ে চাকরির সুপারিশ করা হয়েছিল৷ তার মধ্যে ১৯১১ জন এখনও চাকরি করছেন৷ সেই ১৯১১ জনেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই জায়গায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা চাকরির সুযোগ পাবেন। কবে হবে কাউন্সেলিং তা বিজ্ঞপ্তি দিয়েই জানাবে কমিশন।
এদিকে, বিচারপতির কড়া আদেশ, এই ১৯১১ জন নির্দেশের পর থেকেই তাঁদের কর্মস্থল অর্থাৎ সংশ্লিষ্ট স্কুলগুলিতে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও কিছু স্পর্শও করতে পারবেন না৷ তাঁদের বেতন বন্ধেরও আদেশ দিয়েছেন বিচারপতি৷ পাশাপাশি যে বেতনের টাকা তাঁরা এতদিন পেয়েছেন, সেই টাকাও কিস্তিতে মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ এই ১৯১১ জন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া কোনও চাকরির পরীক্ষায় বসতে পারবেন না।
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের আদেশে শুক্রবার মুহূর্তের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি‘র ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি দিয়ে এই ১৯১১ জনের চাকরি বাতিলের কথা জানানোর জন্য এসএসসি-কে আদেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই থেকে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্য থেকে চাকরি দেওয়া আদেশ দিয়েছে হাই কোর্ট। এই আদেশের ফলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা আংশিকভাবে খুশি, কারণ তাঁরা চাইছেন ‘ওয়েটিং লিস্ট’ চাকরিপ্রার্থীদের এবার নিয়োগ হোক। এই রায়ের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর তাঁদের ভরসা আরও বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা।