HomeUncategorizedWBCS 2023: ডব্লুবিসিএস পরীক্ষা ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ করল PSC! আবেদন শুরু ২৮...

WBCS 2023: ডব্লুবিসিএস পরীক্ষা ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ করল PSC! আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি থেকে

- Advertisement -

রাজ্য সরকারের সব থেকে সম্মানের চাকরি ডব্লুবিসিএস (WBCS 2023) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি। অনলাইনে আবেদনের কাজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ২১ মার্চ পর্যন্ত।

প্রথমে নথিভুক্তি

https://wbpsc.gov.in/-এ গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রথমে আবেদনকারীকে এই ওয়েবসাইটে একবারের জন্য নাম নথিভুক্ত করতে হবে। যাঁরা এই ওসেবসাইটের মাধ্যমে আগেই নাম নথিভুক্ত করেছেন, তাঁদের আর তা করতে হবে না।

বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইট থেকে

https://wbpsc.gov.in/-এ ২৮ ফেব্রুয়ারি থেকে বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন সংক্রান্ত বিভিন্ন বিষয় জানা যাবে।

সিলেবাস

সিলেবাস সংক্রান্ত তথ্যও ওয়েবসাইট থেকেই জানা যাবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আগ্রহীরা লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। প্রেলিমিনারি ২০০ নম্বরের। সেখানে পাশ করলে মেন পরীক্ষায় বসার সুযোগ। https://wbpsc.gov.in/Download?param1=20230225142430_Syllabus.pdf¶m2=advertisement

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র ও ফি জমা ২১ মার্চ বিকেল তিনটে পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা এবং ফি জমা করা যাবে। অফলাইনে ফি জমা দেওয়া যাবে ২২ মার্চ, ২০২৩ পর্যন্ত। আবেদন পত্রের সংশোধন করা যাবে ৩১ মার্চ, ২০২৩ থেকে ৬ এপ্রিল, ২০২৩-এর বিকেল ৩ টে পর্যন্ত। https://wbpsc.gov.in/Download?param1=An_20230222163540_INDICATIVEADVERTISEMENT_2023.pdf¶m2=advertisement

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -