মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeকাজকর্মGovernment Job Vacancy: ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে মাসে ৩১ হাজার টাকার চাকরি

Government Job Vacancy: ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে মাসে ৩১ হাজার টাকার চাকরি

- Advertisement -

ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে (Indian Statistical Institute) জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনও ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবদেন করার পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা-সহ বিস্তারিত তথ্য প্রতিবেদনের নীচে দেওয়া হল –

Employment No – PU/507/ADV/1055

Download Official Notice 

পদের নাম – Project Linked Junior Research Fellow

মোট শূন্যপরদ – ১টি

শিক্ষাগত যোগ্যতা – যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে Cmputer Science/Electrical Engineering/Electronics/information technology -তে M.E/M.Tech করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স – প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ হতে হবে। অবশ্য সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড়া পাবেন। বয়স হিসাব করা হবে ১ জানুয়ারি, ২০২৩ সাল থেকে।

বেতন – প্রতি মাসে ৩১ হাজার টাকা

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও অন্যান্য সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে একেবারে ইন্টারভিউয়ের জায়গায় হাজির হতে হবে।

ইন্টারভিউয়ের জায়গা – ১০ তলা, সত্যেন বোস ভবন, লাইব্রেরি বিল্ডিং, আইএসআই কলকাতা, পশ্চিমবঙ্গ

ইন্টারভিউয়ের তারিখ – ৬ মার্চ, ২০২৩

বিস্তারিত জানতে লিঙ্কটিতে ক্লিক করুন – https://www.isical.ac.in/

 

 

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর