সুরাত: ২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি ‘মোদী’ হয় কেন?’’ এবার সেই মোদী পদবি ব্যবহার নিয়ে মানহানির মামলায় দোষী সব্যস্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
বৃহস্পতিবার গুজরাতের সুরাতের একটি আদালতে এই মানহানি মামলার শুনানি ছিল। কাকতালীয়ভাবে সেই মামলায় এদিন হাজিরা দিতে আদালতেও হাজির ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সুরত দায়রা আদালত ২০১৯ সালের ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করেছে রাহুলকে।
কী সাজা দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে
সুরাত দায়রা আদালতের বিচারক এইচএইচ বর্মা এদিন রাহুল গান্ধীর ২ বছরের জেলের সাজা শুনিয়েছে। আদালত এখনও সাজার মেয়াদ শোনায়নি। তবে তিন বছর বা তার বেশি সাজা হলে সাংসদ খোয়াতে পারতেন রাহুল গান্ধী।
তবে বিচারক সাজা শোনানোর পরপরই আদালতের কাছে আর্জি জানান রাহুল গান্ধীর (Rahul Gandhi) আইনজীবী কিরীট পানওয়ালা। তিনি আদালতকে বলেন, তাঁর মক্কেলের মন্তব্যে কারও ক্ষতি হয়নি। সুতরাং রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করা হোক। এরপরই আদালত রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করে। যে কারণে এ দিনই জামিনও পেয়ে যান রাহুল।
রাহুল গান্ধী ঠিক কি বলেছিলেন
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কর্নাটকের কোলারে একটি জনসভা চলাকালীন রাহুল গান্ধী বলেছিলেন, “সমস্ত চোরেদের নামেই কেন মোদী রয়েছে? সে নীরব মোদীই হোক, বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী?”
সেদিন ভোট প্রচারে আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদী, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনেছিলেন তিনি।
রাহুল গান্ধীর বিরুদ্ধে কে মামলা করেছিল
রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতেই গুজরাটের সুরাটের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পুর্ণেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। অভিয়োগ করা হয়েছিল, রাহুল গান্ধী এই বিতর্কিত মন্তব্য করে গোটা মোদী সম্প্রদায়কেই অপমান করেছেন।
কংগ্রেস কি বলছে
আদালতের রায় ঘোষণার পরই কংগ্রেসের (Congress) তরফে সুরাট জুড়ে পোস্টার লাগানো শুরু হয়েছে। ২০১৯ সালে রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন, তার সুর ধরেই পোস্টারে লেখা, “সমস্ত চোরেদের পদবি মোদী হয় কেন?”
অর্থাৎ পরিস্কার কথায়, রাহুল গান্ধী জামিন পেতেই মোদী সরকারকে ফের আক্রমণ শুরু করেছে কংগ্রেস। আর আক্রমণ করে বুঝিয়ে দিতে চাইছে, তাঁদের নেতা দোষী সব্যস্ত হলেও কংগ্রেসকে দমানো যাবে না।