মঙ্গলবার, জানুয়ারি 14, 2025
মঙ্গলবার, জানুয়ারি 14, 2025
Homeপশ্চিমবঙ্গPrimary TET Results : শুক্রবারই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা

Primary TET Results : শুক্রবারই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা

- Advertisement -

কলকাতা – বড় খবর পাওয়া গেল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে৷ পর্ষদ সূত্রে খবর, প্রাথমিকের টেটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার পর্ষদের তরফ থেকে এই ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে৷ মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রাতেই চূড়ান্ত উত্তরপত্র আপলোড করতে চলেছে শিক্ষা পর্ষদ৷

গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেটের পরীক্ষা নিয়েছিল পর্ষদ৷ প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। মডেল উত্তরপত্র প্রকাশ করে ইতিমধ্যেই পরীক্ষার্থীদের থেকেও মতামত নিয়েছে পর্ষদ। পরীক্ষা নেওয়ার প্রায় ৫৮ দিনের মাথায় পর্ষদ ফল প্রকাশ করতে চলেছে বলে এই সূত্রের খবর।

প্রাথমিকে টেট নিয়ে এমনিতেই নানা মহলের আগ্রহ রয়েছে৷ এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে বারংবার রাজ্যের রাজনীতি তোলপাড় হয়েছে৷ বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে রাজ্য সরকার৷ তাই নিয়ে আলোচনাও কম হয়নি৷ এর পর পর্ষদের তরফ থেকে বলা হয়েছে স্বচ্ছ্ব হয়েছে এ বারের প্রাথমিকের টেট৷ কোনও রকম অভিযোগ ছাড়াই এ বার নির্বিঘ্নে হয়েছে পরীক্ষা৷

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর